ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থের বিনিময়ে কিশোরীদের প্রেমে

প্রকাশিত: ১৮:৫৪, ২৯ জানুয়ারি ২০১৬

অর্থের বিনিময়ে কিশোরীদের প্রেমে

অনলাইন ডেস্ক ॥ জাপানে ১৩ শতাংশ স্কুলছাত্রী অর্থের বিনিময়ে প্রেম করে। অবাক করা এই তথ্যটি জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংগঠনের বিশেষ দূত মাওদ দে বোয়ের-বুকিউচিও। মাওদ দে আরো জানান, অর্থের বিনিময়ে কিশোরীদের প্রেমে অংশ নেওয়ার এই পরিসংখ্যান সরাকারি নয় এবং চূড়ান্ত প্রতিবেদনও নয়। তবে তিনি বলেন, ‘এ ব্যাপারে সরকারি কোনো পরিসংখ্যান না থাকাটা জাপান কর্তৃপক্ষের উদসীনতারই পরিচয় প্রকাশ পায়।’এদিকে ‘শিশু নির্যাতনের’ এই তথ্য প্রকাশের পর অসন্তোষ জানিয়েছে জাপানের সরকার। এক বিবৃতিতে দেশটির শিশু অধিকার বিষয়ক সেলের এক কর্মকর্তা জানান, জাপানে শিশু অধিকার রক্ষায় দেশটির সরকার সবসময়ই অধিকতর গুর“ত্ব দিয়ে এসেছে। ‘এনজো কোসাই’-এর অভিযোগটি সত্য নয়। এদিকে জাপানের মানবাধিকার সংগঠনগুলো বিনোদন ক্যাফেগুলো বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দেশটির রাজধানী টোকিওতে শিশুদের মধ্যে ‘অবাধ যৌন সংস্কৃতি’ গ্রহণযোগ্য হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানায় তারা। মাই নামের এক ছাত্রী স্কুলের পর এক বিনোদন ক্যাফেতে কাজ করে। এই ক্যাফেতে প্রাপ্তবয়স্ক পুর“ষরা অর্থের বিনিময়ে কিশোরীদের সঙ্গে বসে গল্প করে। স্কুল ইউনিফর্ম পরিহিত মাই আল-জাজিরাকে বলে, ‘এখানে যারা আসে তাদের মধ্যে অনেকই আমার দাদার (পিতামহ) বয়সী। তাঁদের সঙ্গে কথা বলে আমি টাকা পাই।’
×