ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ এখন উন্নয়নের সড়কে

প্রকাশিত: ০৮:৪০, ২৯ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ এখন উন্নয়নের সড়কে

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারী দলের সংসদ সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণেই শত বাধা পেরিয়ে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। অর্থনৈতিক সাফল্যের ধারবাহিকতায় বাংলাদেশ এখন উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। কোন ষড়যন্ত্রই এই উন্নয়নের মহাসড়ক থেকে নামাতে পারবে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সরকারী দলের এ কে এম রহমতুল্লাহ ও পঞ্চানন বিশ্বাস। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ কে এম রহমতুল্লাহ বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। সবদিক থেকে দেশ আজ এগিয়ে যাচ্ছে। পঞ্চানন বিশ্বাস বলেন, দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও দুই টার্ম ক্ষমতায় রাখা দরকার।
×