ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পুলিশ নিহত

প্রকাশিত: ০৮:৩৭, ২৯ জানুয়ারি ২০১৬

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পুলিশ নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হূমায়ুন আহমেদ (৫৩) নামে এক কমিউনিটি পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গাজীপুরের ব্রিস্টল ফার্মা লিমিটেডকে ২০ লাখ টাকা এবং ঢাকার তিনটি কারখানাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার রাতে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে নারায়ণগঞ্জগামী বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হূমায়ুনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি যাত্রাবাড়ীর গোলাপবাগের ৫/১ নম্বর বাড়িতে বসবাস করছিলেন। গ্রামের বাড়ি ঢাকার সাভারে। এদিকে অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে গাজীপুরের ব্রিস্টল ফার্মা লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল থেকে রাত তিনটা পর্যন্ত অভিযান চলে ওই কারখানায়। র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বলছেন, প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক বিশ্বজিৎ দাশকে (৩৮) ১০ লাখ টাকা এবং একই অপরাধে মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক রবিউল হাসানকে (৪৬) ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
×