ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের রুদ্ধদ্বার বৈঠক

প্রকাশিত: ০৭:৪৪, ২৯ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের রুদ্ধদ্বার বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ দলের সঙ্কট নিরসনে সাত সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে জাপায় নতুন কো-চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তন ইস্যুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। জবাবে প্রধানমন্ত্রী এ বিষয়ে এরশাদের সঙ্গে কথা বলবেন বলে রওশনকে আশ্বাস দিয়েছেন জাপা সূত্রে জানা গেছে। পার্টির মধ্যে চলমান অস্থিরতা, জাপা নেতাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ, জাপা চেয়ারম্যানের বিশেষ দূতের পদ থেকে পদত্যাগসহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে। সূত্র জানায়, আগামী নির্বাচনে শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও জোরালো করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে রওশনপন্থীদের একাধিক শীর্ষ নেতা জনকণ্ঠ’কে জানান, যারা নির্বাচনে বিরোধিতা করেছিলেন তারাই এখন এরশাদের কাছের লোক। দলের গুরুত্বপূর্ণ পদে তাদের দায়িত্ব দিয়েছেন এরশাদ। তাদের পরামর্শ অনুযায়ি জাপা চেয়ারম্যান দলের নেতাদের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করছেন। পাশাপাশি তিনি নিজেও বিশেষ দূতের পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র লিখে রেখেছেন। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য থেকে এরশাদকে দিয়ে এসব কাজ করানো হচ্ছে বলে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেন রওশন। এ বিষয়ে নতুন মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, শীঘ্রই চেয়ারম্যান এরশাদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এখনও দিনক্ষণ ঠিক হয়নি।
×