ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিউল মনজুর

নির্জন রেলগাড়ি

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ জানুয়ারি ২০১৬

নির্জন রেলগাড়ি

মৌনতার জানালায় উঁকি দেয় মফস্বলের চাঁদ। আর তুমি সেই চাঁদের আকার ইকার দেখে প্রবেশ করো মৌনতার আদিগন্ত ভূগোলে। উঠোনের ছায়াবৃক্ষ তোমায় চুপি চুপি ডাকে। সেই ছায়াবৃক্ষের ডালে ডালে ঘুরে ঘুরে পৌঁছে যাও পাখিদের নীড়ে এবং পাখিদের পালক গুনে গুনে গায়ের হাঁটাপথ ধরে আসো নদীর জলাধারে। পানসির পালে উড়িয়ে দাও স্বপ্নঘুড়ি; ভিসামুক্ত পৃথিবী। অথচ প্রতিনিয়ত আঙ্গুল কেটে রক্ত ঝরে তোমার অবিরল। একা একা লবণাক্ত জলের ধারায় সিক্ত হও বেদনার পাঠশালায়; বিষুব রেখায় দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়েই থাকো। কিন্তু দেখো, প্রতিদিন রেলগাড়ি ছেড়ে যায় মিথিলাদের জংশন থেকে। পৌঁছেও যায় কোন না কোন গন্তব্যে। তুমি শুধু মৌনতার ক্যানভাসে তৈরি কর ভালোবাসার একটি নির্জন রেলগাড়ি।
×