ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৫:৪২, ২৯ জানুয়ারি ২০১৬

ফ্যাশন সংবাদ

ইজি তারুণ্যের ব্র্যান্ড ইজি বিগত বছরগুলোতে ঈর্ষণীয় ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। এরই ধারবাহিকতায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৬ সালে অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। এবারের বাণিজ্যমেলায় ইজির স্টল নং ৬২। প্রসঙ্গত, মেলা উপলক্ষে ইজির স্টলে নির্দিষ্ট পণ্যের ওপর থাকছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়। ইজির উল্লেখযোগ্য পোশাকের মধ্যে রয়েছে টি-শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, জিন্স প্যান্ট, হুডি, জ্যাকেট ইত্যাদি। ক্রিমসন কাপ কফি আমেরিকার ওহাইওর বিখ্যাত কফি ব্র্যান্ড ক্রিমসন কাপ কফি’র ফ্রানচাইজি শপ চালু হলো ধানম-িতে। ২২ জানুয়ারি শুক্রবার ধানম-ির ২৭ নম্বর রোডে ক্রিমসন কাপ কফির আউটলেটটি উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে সকালে হাজির হন নায়করাজ রাজ্জাকসহ শোবিজের অনেক তারকা। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে আসেন চিত্রনায়ক অনন্ত জলিল, চিত্রনায়িকা বর্ষা, সুরকার-গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার, ক্রিমসন কাপের ভাইস প্রেসিডেন্ট স্টিভ বেলেস, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মির্জা আবদুল খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাইমিন মোস্তফা, পরিচালক রেহানুর রহমান, সরফরাজ আনোয়ার উপল, তারেক রাফি ভূইয়া, আয়েশা রওশন ভূইয়াসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর ২২ মে বনানীতে কলম্বাস কফি নামে ক্রিমসন কাপ কফির প্রথম ফ্রানচাইজি উদ্বোধন করা হয়। এতদিন সেটি কলম্বস কফি নামে পরিচালিত হলেও ২২ জানুয়ারি থেকে ক্রিমসন কাপ কফি নামেই পরিচালিত হচ্ছে। স্টেপ বাণিজ্য মেলা শেষ হতে চললেও স্টেপ জুতো স্যান্ডেল যেন এখন নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হচ্ছে। তাই দেরি না করে আজই চলে আসুন বাণিজ্য মেলার ১১৭ নং স্টলে। হাকিমের দৃষ্টিনন্দন পর্দা ঢাকা ইসলামপুর চায়না মার্কেট বেজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পর্দা-সোফা ও গাড়ির সিট কভারের কাপড় পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান- এ. হাকিম ট্রেডার্স আন্তর্জাীিক মহান ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে, ২৬ জানুয়ারি হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভোক্তাদের জন্য দেশী-বিদেশী সকল পর্দা-সোফা কভারের কাপড়ের মূল্যে বিশেষ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে শীত উপযোগী প্রচুর ডিজাইন ও রঙের পর্দা কাপড় তাদের বিক্রয় কেন্দ্রে পসরা সাজিয়েছে। এ. হাকিমের বৃহৎ পরিসরের প্রতিষ্ঠানটি হতে মাত্র ৩৫ টাকা হতে ১২০০ টাকা পর্যন্ত গজের কাপড় কেনার সুবিধা রয়েছে। এরকম সুবিধা ইসলামপুরের আর কোন পর্দা কাপড়ের বিক্রয় কেন্দ্রে নেই। সুতরাং সব শ্রেণী ও পেশার মানুষদের কেনাকাটার জন্য প্রথম পছন্দ এ. হাকিম ট্রেডার্সের বিক্রয় কেন্দ্র। এখানে মানসম্পন্ন চাদরের কাপড় ও দেশী কাপড় দিয়ে- তৈরি পর্দাও পাওয়া যাবে। পাইকারদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে পর্দা- সোফা কভারের কাপড় কিনে, পছন্দ মতো তৈরি করার জন্য অর্ডার দিয়ে আসতে পারেন। যে কোনো সরকারী ছুটিসহ সাপ্তাহিক ছুটি শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। এ. হাকিম ট্রেডার্সের পর্দা সৌন্দর্য ও রুচির প্রতীক। মেক আপ ওয়ার্কশপ ২০১৬ বর্ষে ‘মেক আপ’ বিষয়ক ২ দিনের কর্মশালায় ভর্তি চলছে। কর্মশালার তারিখ ৫ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি, ২০১৬। সময় : শুক্রবার ৩টা থেকে ৬টা এবং শনিবার সকাল ১১ টা থেকে ৩টা পর্যন্ত। কর্মশালা ফি : ৬০০০ টাকা। অতি শীঘ্রই ১ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ কর্মশালা ফি প্রদান সাপেক্ষে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন। কর্মশালা কোঅরডিনেটর : আফ্রোজা পারভিন, বিউটি এক্সপার্ট, রেড। স্থান : চঞ্চল মাহমুদ ফটোগ্রাফী বাড়ি নং-০১, রোড নং-০২ (১ম তলা), ধানমণ্ডি, ঢাকা। ফোন: ০১৭১১৫২২১২৬
×