ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌরজগতে প্ল্যানেট নাইন

প্রকাশিত: ০৫:৪০, ২৯ জানুয়ারি ২০১৬

সৌরজগতে প্ল্যানেট নাইন

সৌরজগতের প্রান্তে একটি নবম গ্রহের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। তবে তার সাক্ষ্য প্রমাণ সবই তত্ত্বগত, এখনও বাস্তব প্রমাণের প্রয়োজন আছে। তারা নতুন আবিষ্কৃত এই গ্রহের নাম দিয়েছেন ‘প্ল্যানেট নাইন’। পৃথিবীর প্রায় দশগুণ ও সূর্য থেকে প্ল্যানেট নাইন এতটাই দূরে যে, সূর্যকে প্রদক্ষিণ করতে তার দশ থেকে ২০ হাজার বছর সময় লেগে যায়। গণিতশাস্ত্র ও কম্পিউটার সৃষ্ট মডেল থেকে এই সিদ্ধান্তে এসেছেন ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বা ক্যালটেক-এর দুই বিজ্ঞানী কনস্টান্টিন ব্যাটিগিন ও মাইক ব্রাউন। ব্যাটিগিন আর ব্রাউন দেখিয়েছেন, সৌরজগতের তথাকথিত কয়পার বেল্ট এলাকার কিছু রহস্যজনক খুঁটিনাটি– যেমন নেপচুন গ্রহের পরে যে সব হিমায়িত বস্তু ও ধ্বংসাবশেষ আছে, তাদের কক্ষপথ ব্যাখ্যা করার একটি পন্থা হতে পারে এই প্ল্যানেট নাইন। ‘এ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল’-এর সর্বাধুনিক ইস্যুতে সেই কথাই বলেছেন ব্যাটিগিন ও ব্রাউন, নিচের টুইটটা দেখলেই যা বোঝা যায়। ক্যালটেক-এর ওয়েবসাইটে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হয়েছে : ‘বিজ্ঞানীদের বহুদিনের ধারণা যে, সৌরজগৎ সূচনায় চারটি নির্মীয়মাণ গ্রহকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই চারটি গ্রহের বীজ চারপাশের সব গ্যাসকে টেনে নিয়ে শেষমেষ চারটি গ্যাসের গ্রহ সৃষ্টি করে, যেগুলো হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। প্ল্যানেট নাইন তাদের মধ্যে পঞ্চম হয়ে থাকতে পারে। হয়ত বৃহস্পতি বা শনির কাছাকাছি এসে পড়ার ফলে তাকে তার দূর কক্ষপথে নির্বাসিত হতে হয়।’ প্ল্যানেট নাইন যদি আজ তার কক্ষপথের দূরতম প্রান্তে থাকে, সেক্ষেত্রেও অন্তত দুটি টেলিস্কোপ, ডব্লিউএম কেক অবজারভেটরি আর হাওয়াই-এর মানুয়া কিয়াতে সুবারু টেলিস্কোপ তাকে খুঁজে বার করার ক্ষমতা রাখে বলে ধরে নেয়া হচ্ছে। আর কাছাকাছি থাকলে তো কথাই নেই, বহু টেলিস্কোপে প্ল্যানেট নাইন ধরা পড়বে– বলে মাইক ব্রাউন মন্তব্য করেছেন। ব্যাটিগিন বলেছেন, প্ল্যানেট নাইন যে পৃথিবীর মতো একটা নিতান্ত সাধারণ গ্রহ, তাতেই তিনি খুশি। অন্যদিকে ব্রাউন প্লুটোকে গ্রহ থেকে বামন গ্রহের পর্যায়ে নামিয়ে এনে নাম করেছেন– টুইটারে তিনি নিজের নাম দিয়েছেন ‘প্লুটো-কিলার’ বা প্লুটো হন্তারক। কাজেই তিনি টুইট করেছেন : ‘ঠিক আছে, ঠিক আছে, আমি এখন স্বীকার করতে রাজি। আমি সত্যিই বিশ্বাস করি যে সৌরজগতে ন’টি গ্রহ আছে।’ সূত্র : ডয়েচ ভেলে
×