ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ টি২০

মিরপুরেই সব খেলা

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ জানুয়ারি ২০১৬

 মিরপুরেই সব খেলা

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ টি২০ শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। শেষ হবে ৬ মার্চ। বাংলাদেশে হবে এবারের আসরও। তা আগেই জানা হয়ে গেছে। টুর্নামেন্টের ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে, তা জানা গেলেও এখন নতুন খবর হল, টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে মিরপুরে। টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এবার যখন প্রথমবারের মতো টি২০ ফরমেটে হবে এশিয়া কাপ, এ টুর্নামেন্টের আয়োজকও থাকছে বাংলাদেশ। এবারসহ মোট ৫ বার এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ। যা সর্বোচ্চবার আয়োজক হওয়ার রেকর্ড। চারবার শ্রীলঙ্কা আয়োজন করেছিল। ঘরের মাঠে অনুষ্ঠিত এবারের আসরের প্রথম ম্যাচেই বাংলাদেশ খেলবে। প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের পাঁচটি ম?্যাচ ফতুল্লায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন সেটা পরিবর্তিত হয়ে ফাইনালসহ ১১টি ম?্যাচই হবে ঢাকার মিরপুরে। তবে ম?্যাচ শুরুর সময় এখনও জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার টুর্নামেন্ট শুরু ও ফাইনালের তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের লড়াইয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। এশিয়া কাপের ঝলকানি থামবে ৬ মার্চ ফাইনালে। আর ২৭ ফেব্রুয়ারি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই। এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ, স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। মূল টুর্নামেন্টের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্বও হবে বাংলাদেশে। যাতে অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। সিঙ্গেল লীগ পদ্ধতিতে হবে এশিয়া কাপ টি২০’র মূল পর্বের খেলাগুলো। সবার সঙ্গে সবার লড়াই হবে। এরপর পয়েন্ট তালিকায় থাকা সেরা দুটি দল ফাইনালে খেলবে। ৮ মার্চ টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক দুইদিন আগে শেষ হবে এশিয়া কাপ। এশিয়া কাপের সূচী তারিখ প্রতিপক্ষ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-বাছাই পর্ব পেরিয়ে আসা দল ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-বাছাই পর্ব পেরিয়ে আসা দল ২৭ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা ২৯ ফেব্রুয়ারি পাকিস্তান-বাছাই পর্ব পেরিয়ে আসা দল ১ মার্চ ভারত-শ্রীলঙ্কা ২ মার্চ বাংলাদেশ-পাকিস্তান ৩ মার্চ ভারত-বাছাই পর্ব পেরিয়ে আসা দল ৪ মার্চ পাকিস্তান-শ্রীলঙ্কা ৬ মার্চ ফাইনাল
×