ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেদেরারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ জানুয়ারি ২০১৬

ফেদেরারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ জোকোভিচের কাছে নিয়মিত হয়ে যাওয়া পরাজয়টাকে আবারও মেনে নিতে বাধ্য হলেন রজার ফেদেরার। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপনের সেমিফাইনালে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা নোভাক জোকোভিচের কাছে হেরে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। সেইসঙ্গে গ্র্যান্ডসøাম জয়ের দ্বারপ্রান্তে এসেও স্বপ্নভঙ্গের বেদনায় ডুবলেন ফেড এক্সপ্রেস। তবে লড়াই করেই হেরেছেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। এদিন দুই ঘণ্টা ১৯ মিনিট লড়াই করার পর নোভাক জোকোভিচের কাছে ৬-১, ৬-২, ৩-৬ এবং ৬-৩ গেমে হার মানেন তিনি। এই ম্যাচের আগে জোকোভিচ আর ফেদেরারের লড়াইটা ছিল সমানে সমান। ৪৪ বার মুখোমুখি লড়াইয়ে ফলাফল ছিল ২২-২২। এবার এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। ৪৫ ম্যাচের ২৩টিতে জয় পেয়েছেন সার্বিয়ান এই টেনিস তারকা। সেইসঙ্গে উন্মুক্ত যুগের টেনিস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ। আর সর্বমোট ১৯তম গ্র্যান্ডসøামের ফাইনাল খেলতে কোর্টে নামবেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে এটা তার টানা পঞ্চম ফাইনাল। শিরোপা জয়ের লড়াইয়ে রবিবার নোভাক জোকোভিচের প্রতিপক্ষ মিলোস রাওনিক নাকি এ্যান্ডি মারে তা এখনও নিশ্চিত হয়নি। দ্বিতীয় সেমিফাইনালের জয়ী তারকাই মেলবোর্নে নোভাক জোকোভিচের বিপক্ষে কোর্টে নামবেন। আসলে অবিশ্বাস্যই বলতে হয়! বিশেষ করে অস্ট্রেলিয়ান ওপেনকে যেন নিজের বানিয়ে ফেলার লক্ষ্যেই নেমেছেন নোভাক জোকোভিচ। গত মৌসুমেও দুর্দান্ত খেলে বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন তিনি। শুধু তাই নয়, গত ফ্রেঞ্চ ওপেন ছাড়া গত মৌসুমের চার মেজর টুর্নামেন্টের তিনটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। পারফর্মেন্সের ধারাবাহিকতা এবারও ধরে রাখতে মরিয়া ২৮ বছর বয়সী এই তারকা। তাই তো ফেদেরারের বিপক্ষে সব ধরনের পরিকল্পনা নিয়েই কোর্টে নামেন তিনি। যার সবটুকুই সফল হয়েছে বলে মনে করেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। এ বিষয়ে জোকোভিচ বলেন, ‘প্রথম দুই সেট অবিশ্বাস্য রকমের ভাল খেলেছি ঠিক যেমনটাই তার বিপক্ষে খেলার দরকার ছিল। কারণ এই টুর্নামেন্টের শুরু থেকেই রজার উচ্চমানের খেলা উপহার দিয়ে এসেছে। তাই আমি জানতাম যে সে এখানে আক্রমণাত্মক খেলার চেষ্টা করবে। বারবারই সে ফিরে আসার চেষ্টা করবে। যে কারণে এ বিষয়ে তীক্ষè দৃষ্টি রেখেছিলাম আমি। সকল মনোযোগ ধরে রেখেছি আমি। শেষ পর্যন্ত সঠিকভাবেই বাস্তবায়ন করতে পেরেছি আমার পরিকল্পনা।’
×