ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ জানুয়ারি ২০১৬

 আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান

অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সিলেট পর্বে বি গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে জিতে পাকিস্তানের অধিনায়ক গহর হাফিজ আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান। তার সিদ্ধান্ত যে যথার্থ ছিল তা প্রমাণ করেন দলের পেস বোলার হাসার মহসিন । আফগানিস্তানকে মাত্র ২৯ রানে ৩ উইকেট ফেলে দিয়ে প্রথম থেকে দাঁড়াতে দেননি। তবে ওপেনার করিম জানাত ২৭ রানের ব্যর্থ চেষ্টা করেন । চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ ৬৯ রানের জুটি গড়েন ইকরাম ফায়েজ ও তারিক। আফগানিস্তান ব্যাট করতে নেমে তাদের ওপেনিং জুটি থেকে আসে মাত্র ১২ রান । ওপেনার নাবিদ শূন্য রানে মহসিনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। হাসান মহসিনের বোলিং তোপে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে যখন দল দিশেহারা তখন দলের হাল ধরেন ইকরাম ফায়েজ ও তারিক। তারা দু’জন দলকে ৯৮ রান পর্যন্ত নিয়ে যান । ৫৯ বলে ১৯ রান করে। সাদাবের বলে কট এ্যান্ড বোল্ড হন ইকরাম এর কিছু সময় পর দলের হয়ে সর্Ÿোচ্চ স্কোরার সাদাব ৫৩ রানে আউট হলে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো করে ভেঙ্গে পড়ে। শেষ দিকের কোন ব্যাটসম্যানদের বলার মতো কোন রান না করলে ১২৬ রানে থামে আফগানিস্তানে ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট লাভ করে সাদাব খান। ১২৭ রানের সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে ওপেনার গৌহর হাফিজকে হারায় পাকিস্তান । ১ রানের বেশি করতে তিনি সমর্থন হননি। ছোট টার্গেট তাড়া করতে নেমে অনেক দলেরই পা ফসকায়। ৪২ রানে দ্বিতীয় উইকেটে মালিককে হারিয়ে পাকিস্তানের মধ্যে সেই ভয় জেগেছিল। তৃতীয় উইকেট জুটিতে সাইফ ও উমর ৩৯ রান সংগ্রহ করলে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় পাকিস্তান। শেষ দিকে হাসান মহসিন ২৮ ও ওমর মাসুদের ১৩ রানের কল্যাণে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। আফগানিস্তানের হয়ে জিয়াউর রহমান ২টি ও রাশিদ ১টি করে উইকেট লাভ করেন । এদিকে প্রচার প্রচারণা ছাড়াই খেলার এমন আয়োজন ক্রীড়ামোদীদের হতাশ করেছে। অনেকটা নীরবেই অনুর্ধ-১৯ বিশ্বকাপ সিলেটের মাটিতে শেষ হতে চলেছে। দর্শকের উপস্থিতি না থাকায় মাঠের অবস্থা প্রাণহীন । ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। স্টেডিয়ামের পার্শ্ববর্তী সব জায়গায় পুলিশ, র‌্যাব ও নিরাপত্তা কর্মীরা রয়েছেন দায়িত্বরত। দর্শক প্রবেশ পথে কয়েক ধাপে তাদের তল্লাশি করা হয়েছে।
×