ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফাইনালে এক পা জুভেন্টাসের

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ জানুয়ারি ২০১৬

ফাইনালে এক পা জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মৌসুম ধরেই রাজত্ব করছে জুভেন্টাস। কিন্তু চলতি মৌসুমের শুরুতেই যেন খেই হারিয়ে ফেলে ইতালিয়ান ক্লাবটি। তবে ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে এখন দুর্দান্ত গতিতে ছুটছে জুভেন্টাস। বুধবার কোপা ইতালিয়ায় ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগেও ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন আলভারো মোরাতা। সেইসঙ্গে ইতালিয়ান কাপ টুর্নামেন্টের ফাইনালের পথে এক পা দিয়েও রাখলো ম্যাসিমিলিয়ানো এ্যালিগ্রির শিষ্যরা। দলের হয়ে বাকি গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা পাওলো দাবালা। বুধবার রাতে ঘরের মাঠ তুরিনে শক্তিশালী ইন্টারকে আমন্ত্রণ জানায় জুভিরা। আর ম্যাচের শুরু থেকেই মাঠে দাপট দেখিয়ে খেলতে থাকে স্বাগতিকরা। তবে প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত। স্বাগতিক জুভেন্টাসকে পেনাল্টি থেকে গোল করে প্রথম এগিয়ে দেন স্প্যানিশ তারকা আলভারো মোরাতা। দীর্ঘ চার মাস পর ইতালিয়ান জায়ান্টদের জার্সিতে এটাই তার প্রথম গোল। টানা ২০ ম্যাচ পরে গোলের দেখা পেলেন তিনি। ম্যাচের প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জুভেন্টাস। বিরতির পরও নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে স্বাগতিকরা। তার ফলাফলও পেয়ে যায় খুব দ্রুত। ম্যাচের ৬৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন মোরাতা। প্যাট্রিক এভরার সহায়তায় দলের ব্যবধান দ্বিগুণ করেন সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্প্রভ থাকায় যে সমালোচনা শুরু হয়েছিল তার জবাবটাও বেশ ভালভাবে দিয়ে দিলেন তিনি। এরপর ম্যাচের বয়স যখন ৭০ মিনিট তখন ইন্টার মিলানের জেইসন ফ্যাবিয়ান লাল কার্ড দেখে। এর ফলে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার। কারণ ম্যাচের ৩৪ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন।
×