ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশের উদ্দেশে আইজি

নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন

প্রকাশিত: ০৫:৩২, ২৯ জানুয়ারি ২০১৬

নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন

স্টাফ রিপোর্টার ॥ দায়িত্ব পালনকালে কোন নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। সেদিকে নজর রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড ও অস্ত্র-মাদক উদ্ধারে সাফল্যের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। আইজিপি বলেন, আমরা সেবা ও গণমুখী পুলিশিং ব্যবস্থা চালু করেছি। এই চর্চা প্রত্যেক পুলিশ সদস্যের মধ্যে থাকতে হবে। সবার সঙ্গে ভাল আচরণ করতে হবে ও সুসম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি বলেন, জঙ্গীবাদ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্সে আছে। পুলিশের সব সদস্যের এ দুটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আলেম সমাজকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। জনগণকে বোঝাতে হবে, জঙ্গীবাদ সমাজে ধ্বংস ডেকে আনে, এক্ষেত্রে পুলিশকে সব ধরনের সহযোগিতা করতে হবে। এর আগে তিনি কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৪ পুলিশ সদস্যকে আইজি’জ ব্যাজ পরিয়ে দেন। এবারই প্রথম পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের ১০ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাফল্যের জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পুরস্কৃত করেন আইজিপি। বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগে পিঠা উৎসব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, উৎসব মন ভাল রাখে, কাজের পরিবেশ প্রাণবন্ত করে এবং বেশি কাজ করায় উৎসাহ যোগায়। পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রতি বৃদ্ধি করে। বৃহস্পতিবার ডি ব্লকের ১৭ তলায় ইন্টারনাল মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএসএমএমইউ উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ তার বক্তব্যে জাতীয়ভাবে পিঠা উৎসব উদযাপনের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি চট্টগ্রামে প্রাক্তন ছাত্র ইউনিয়ন প্রীতি সম্মিলন আজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘অপশক্তির বিরুদ্ধে অব্যাহত থাকুক শান্তি ও প্রগতির লড়াই’ এ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর মুসলিম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর চট্টগ্রামের প্রাক্তন ছাত্র ইউনিয়ন প্রীতি সম্মিলন। এতে প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। বিশেষ অতিথি থাকবেন ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আকতার। আয়োজক কমিটি সূত্রে জানানো হয়, শিক্ষার অধিকার আদায়, শোষণ, বৈষম্য, নিপীড়ন ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম অঞ্চলের প্রাক্তন নেতাকর্মীদের একত্রিত করার উদ্যোগ এই প্রীতি সম্মিলন। এতে যোগ দেবেন ৬ দশকেরও বেশি সময় জুড়ে দীর্ঘ সংগ্রামী যাত্রায় ছাত্র ইউনিয়নের পতাকাতলে শামিল হওয়া প্রাক্তন নেতাকর্মী ও সমর্থকরা।
×