ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পে স্কেলের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের বেতন-ফি নির্ধারণের সুপারিশ

রাজধানীর ৭ প্রতিষ্ঠানে ভর্তি ফি, বেতন বৃদ্ধির প্রমাণ পেল মাউশি

প্রকাশিত: ০৫:৩১, ২৯ জানুয়ারি ২০১৬

রাজধানীর ৭ প্রতিষ্ঠানে ভর্তি ফি, বেতন বৃদ্ধির প্রমাণ পেল মাউশি

বিভাষ বাড়ৈ ॥ অভিভাবকদের অসন্তোষের মধ্যেই নতুন পে স্কেলের অজুহাতে রাজধানীর নামী সাত প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর ভর্তি ফি, বেতনসহ শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রমাণ পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আংশিক এমপিওভুক্ত এসব প্রতিষ্ঠানের প্রতিটিতেই পে স্কেল অনুসারে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির কথা বলে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বাড়িয়ে দিয়েছে। অভিভাবকদের তোলা অভিযোগের তদন্ত করতে গিয়ে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ৪০ শতাংশ থেকে ১০০ ভাগ পর্যন্ত বৃদ্ধির প্রমাণ পেয়েছে মাউশি। এদিকে পে স্কেলের সঙ্গে সমন্বয় করে আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন-ফি নির্ধারণের সুপারিশ করেছে অধিদফতর। অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক এলিয়াস হোসেন বৃহস্পতিবার এ বিষয়ে বলেছেন, আমরা সাতটি প্রতিষ্ঠানে পে স্কেলের পর বেতন-ফি বৃদ্ধির প্রমাণ পেয়েছি। এগুলো সব আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠান। সমস্যা সমাধানে এ ধরনের প্রতিষ্ঠানে পে স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন-ফি নির্ধারণের কথা বলেছি। মাউশি নির্দিষ্ট কোন পরিমাণের কথা বলেনি। এখন মন্ত্রণালয় সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় গেল সপ্তাহে অভিভাবকদের আপত্তির মুখে এসব স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাসিক বর্ধিত বেতন ও ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছিল, সরকারের নির্দেশনা ছাড়াই বিভিন্ন বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত হারে মাসিক বেতন ও অন্যান্য ফি আদায় করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের গবর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা অনুযায়ী সরকারের নির্দেশনা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদকে বেতন ও ফি’র হার নির্ধারণ করতে হবে বলে আদেশে জানানো হয়। এ প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হলো। বেতন-ফি নির্ধারণের বিষয়ে সরকার শীঘ্রই নির্দেশনা দেবে বলেও আদেশে উল্লেখ করেছিল মন্ত্রণালয়। গত কয়েক দিন ধরেই ভিকারুননিসা-নূন স্কুল এ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, বিয়াম স্কুল এ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ স্কুল, মোহম্মদপুর প্রিপারেটরি স্কুল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অগ্রণী স্কুল এ্যান্ড কলেজ, জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলসহ নামীদামী সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন-ফিসহ সকল শিক্ষা ব্যয় বৃদ্ধি নিয়ে অস্থিরতা বিরাজ করছে।
×