ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেঘনায় ডোবা ট্রলারের সন্ধান মিলল ৩ দিন পর

প্রকাশিত: ০৫:২৯, ২৯ জানুয়ারি ২০১৬

মেঘনায় ডোবা ট্রলারের সন্ধান মিলল ৩ দিন পর

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৮ জানুয়ারি ॥ তিন দিন পর হাইমচরের মেঘনা নদীর নীলকমলের বিপরীতে চাঁদপুর-বরিশাল চ্যানেলে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পায় নৌবাহিনীর উদ্ধারকারী দল। উদ্ধার কাজে দায়িত্বরত নৌবাহিনীর সাব লেফট্যানেন্ট মোঃ আক্কাস জানান, ঘটনাস্থলের ১শ’ মিটার দূরে ও ২০মিটার গভীরতায় ট্রলারটির সন্ধান পাওয়া গেছে। তবে পানি কমলে ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হবে। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরোয়ার কামাল জানান, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে না পাওয়া পর্যন্ত চলবে উদ্ধার অভিযান। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে ১৩ সদস্যবিশিষ্ট নৌবাহিনী, ১১ সদস্যবিশিষ্ট ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএর ১১সদস্যসহ কোস্টগার্ডের বিশেষ দল। চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-সওপ) এসএম মাহফুজ উল আলম সজল জানান, নদী খরস্রোতা হওয়ায় বিলম্বে ট্রলারের সন্ধান পেয়েছে উদ্ধারকারী বাহিনী।
×