ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়র-রাষ্ট্রদূত বৈঠক

চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও বিদ্যুত খাতে বিনিয়োগে আগ্রহী চীন

প্রকাশিত: ০৫:২৮, ২৯ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও বিদ্যুত খাতে বিনিয়োগে আগ্রহী চীন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পাওয়ার প্লান্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, পোশাক শিল্পসহ নানা ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী চীন। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, এলইডি লাইটিংসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে সহযোগিতাও কামনা করা হয়েছে দেশটির পক্ষ থেকে। বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চট্টগ্রামের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ম্যা মিংকিয়াং। মেয়র তাকে স্বাগত জানান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোগ্রামখচিত ক্রেস্ট উপহার দেন। এ সময় গণচীনের রাষ্ট্রদূত সিটি মেয়রকে গণচীনে উৎপাদিত চা পাতার একটি প্যাকেট দেন। সৌজন্য বৈঠকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের উন্নয়নের অংশীদার চীন। তিনি কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে চীনের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে চীনা সরকারকে ধন্যবাদ জানান। সিটি মেয়র চীনের কুনমিং সিটির সঙ্গে চট্টগ্রাম সিটির টু ইন সিটির সম্পর্কের বিষয়টি তুলে ধরে বলেন, ইতোপূর্বে কুনমিং সিটির মেয়র চট্টগ্রাম সফর করেছিলেন। তিনি বলেন, বন্দরনগরী চট্টগ্রামকে দৃষ্টিনন্দন, নিরাপদ, সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ার প্রচেষ্টা চলছে। তিনি চট্টগ্রামে সার্বিক উন্নয়নে চীনের সহযোগিতা চান। চীনা রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রামে এসে আমি অভিভূত। নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যের চট্টগ্রামে পাওয়ার প্লান্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, গার্মেন্টসসহ নানান ক্ষেত্রে চীন বিনিয়োগে আগ্রহী। তিনি বর্জ্য ব্যবস্থাপনা, এলইডি লাইটিং, পাওয়ার প্লান্টসহ বিবিধ খাতে বিনিয়োগে সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন। তিনি চট্টগ্রামের সার্বিক উন্নয়নে মেয়রের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
×