ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১১ জন

প্রকাশিত: ০৫:২৮, ২৯ জানুয়ারি ২০১৬

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১১ জন

স্টাফ রিপোর্টার ॥ ২০১৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। দশটি শাখায় এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১১ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক। এবারের পুরস্কারপ্রাপ্ত লেখকরা হচ্ছেন- কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গবর্নর আতিউর রহমান, গবেষণায় অধ্যাপক মনিরুজ্জামান, অনুবাদে আবদুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ সাহিত্যে সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে শরীফ খান এবং শিশু সাহিত্যে সুজন বড়ুয়া। বিজয়ী লেখকদের প্রত্যেককে এক লাখ টাকা, স্মারক ও সনদপত্র প্রদান করা হবে। আগামী পয়লা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী লেখকদের হাতে এই পুরস্কার তুলে দেবেন বৃহস্পতিবার বাংলা একাডেমির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় তিনি পুরস্কারে ভূষিত লেখকদের মুঠোফোনের মাধ্যমে অভিননন্দন জানান। পুরস্কার ঘোষণার সময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোঃ আনোয়ার হোসেন, পরিচালক শাহিদা খাতুন ও একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ। বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য প্রাথমিকভাবে ২০১৫ সালের সাহিত্য পুরস্কারের নির্বাচিত লেখকদের মনোনীত করেন। এই মনোনয়ন শেষে চূড়ান্তভাবে পাঁচ জ্যেষ্ঠ বিচারক পুরস্কারপ্রাপ্ত লেখকদের নির্বাচিত করেন। অধ্যাপক ড. হায়াৎ মামুদের সভাপতিত্বে পাঁচ সদস্যের বিচারকম-লীর সদস্য ছিলেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, নাট্যজন রামেন্দু মুজমদার, সঙ্গীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী ও অধ্যাপক ফখরুল আলম। প্রসঙ্গত, ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত ২৫০ জন লেখককে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।
×