ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার;###;শফিকুল ইসলামের সাক্ষ্য

জামালপুরে আলবদররা মজনুকে নির্যাতনে হত্যা করে

প্রকাশিত: ০৫:২৬, ২৯ জানুয়ারি ২০১৬

জামালপুরে আলবদররা মজনুকে নির্যাতনে হত্যা করে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামালপুরের আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেনসহ ৮ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ২০তম সাক্ষী মোঃ শফিকুল ইসলাম খোকা জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে তিনি বলেছেন, পাকিস্তানী আর্মি ও আলবদররা কালীবাড়ি গ্রামের মজনুকে ধরে এনে পিটিআই নির্যাতন কেন্দ্রে তার হাত পেরেক দিয়ে ওয়ালের সঙ্গে আটকে রেখে ব্লেড দিয়ে সমস্ত শরীরে আঘাত করে তিন দিন নির্যাতন করে তাকে হত্যা করে। অন্যদিকে আলবদরা হামিদ মোক্তারকে রাতের বেলায় শ্মশানঘাটে নিয়ে গুলি করে হত্যা করে। সাক্ষীর জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় সাক্ষীকে সাক্ষ্যদানে সহযোগিতা করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল, প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন । আসামি পক্ষে ছিলেন আব্দুস সুবহান তরফদার। প্রসিকিউশনের সাক্ষী তার জবানবন্দীতে বলেন, আমার নাম মোঃ শফিকুল ইসলাম খোকা। আমার বর্তমান বযস আনুমানিক ৬৮ বছর। আমার ঠিকানা স্টেশন রোড ,জামালপুর। আমি বর্তমানে ব্যবসা করি। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডর। ১৯৭১ সালে ২২ এপ্রিল পাকিস্তানী আর্মি জামালপুর শহরে আসার পর অফিসাররা ওয়াপদা রেস্টহাউজে ও সৈনিকরা পিটিআই-এ থাকত। পাকিস্তানী আর্মিরা পিস কমিটি ও বদর বাহিনীর সহয়োগিতায় জামালপুর শহরে গণহত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ ইত্যাদি অপরাধ সংঘটিত করে। ১৯৭১ সালের মে মাসে জামালপুর সিংহজানী বহুমুখী হাইস্কুলে মাঠে উল্লেখিত সংগঠনের নেতারা একটি সভা করেন। উক্ত সভায় পাকিস্তানী আর্মির একজন কর্নেল সম্ভবত কর্নেল সুলতান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী গঠন করার সিদ্ধান্ত নেয়। আশরাফ ছিলেন আলবদর বাহিনীর মূল ব্যক্তি। তার নেতৃত্বে ৭০/৮০ জন আলবদর বাহিনীতে যোগদান করে।
×