ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন

পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন কাল

প্রকাশিত: ০৫:২৩, ২৯ জানুয়ারি ২০১৬

পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন কাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে আগামীকাল শনিবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর আগমনকে ঘিরে পুরো বন্দরনগরীতে সাজ সাজ রব। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বৃহস্পতিবার দুপুরে নগরীর ওয়েল পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার উন্নয়ন প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন চউক বোর্ড সদস্য জসিম উদ্দিন চৌধুরী, টিপু সুলতান, হাসান মুরাদ বিপ্লব ও সচিব তাহেরা ফেরদৌসসহ কর্মকর্তারা। চউক চেয়ারম্যান জানান, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকার টাইগার পাস থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তি স্থাপন, ১ হাজার ৭শ’ কোটি টাকার পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত চিটাগাং সিটি আউটার রিং রোড প্রকল্প, ১৭২ কোটি টাকার বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত লুপ রোডের নির্মাণ কাজ উদ্বোধন, ৪৫ কোটি টাকায় বাস্তবায়িত বঙ্গবন্ধু এভিনিউ, ৫৮ কোটি টাকায় নির্মিত কদমতলী ওভারপাস এবং কুয়াইশ এলাকায় নির্মিত দেশের সবচেয়ে উঁচু বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন। এ সময় চউক চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম ছিল বঙ্গবন্ধুর বিশ্বাসের জায়গা। এখান থেকেই তিনি ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেছিলেন। জাতির পিতার স্বাধীনতার ঘোষণাও প্রচারিত হয়েছিল এই চট্টগ্রাম থেকে। তাঁর রাজনৈতিক সহচর ছিলেন চট্টগ্রামের এমএ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এমএ হান্নান প্রমুখ। সঙ্গত কারেণই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও চট্টগ্রামের প্রতি আন্তরিক। আর সে জন্যই তিনি বার বার চট্টগ্রামে ছুটে আসেন এবং চট্টগ্রামবাসীর জন্য কিছু না কিছু উপহার দিয়ে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেল সাড়ে ৩টায় চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও উদ্বোধন করবেন। এই বিশ্ব বাণিজ্য কেন্দ্রটি উদ্বোধনকে ঘিরে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের মধ্যে উৎসবমুখর আমেজের সৃষ্টি হয়েছে। কেননা, এটাই দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর গুরুত্বপর্ণ সড়ক ও স্পটগুলোতে পরিলক্ষিত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায় করে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। চট্টগ্রামে ২০০৯ সাল থেকে শুরু হয়েছে উন্নয়নের মহোৎসব। গত সাত বছরে একদিনের জন্যও চট্টগ্রামের উন্নয়ন বন্ধ ছিল না। চট্টগ্রামবাসী একসঙ্গে এত উন্নয়ন অতীতে কখনও দেখেননি। কদমতলী ওভারপাস প্রসঙ্গে তিনি বলেন, এর ফলে মীরসরাই ও সীতাকু-সহ নগরীর দক্ষিণ-পশ্চিমাংশের লাখ লাখ মানুষের দুর্ভোগ দূর হয়েছে। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে চউক চেয়ারম্যান বলেন, একসঙ্গে অনেক সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু করায় অনেকেই ভেবেছিলেন এসব বাস্তবায়ন করা যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে সকল প্রকল্প বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন। চট্টগ্রামের ৬৫ লাখ নাগরিকও প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, নগর পুলিশ, জেলা প্রশাসন, উন্নয়ন কর্তৃপক্ষ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, সওজ, পিডিবিসহ সংশ্লিষ্ট সকল সংস্থার কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×