ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ইউনিপের দুই পরিচালকের ১০ বছর করে সাজা

প্রকাশিত: ০৪:২৫, ২৯ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে ইউনিপের দুই পরিচালকের ১০ বছর করে সাজা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অর্থ আত্মসাত মামলায় চট্টগ্রামে মাল্টি লেবেল মার্কেটিং কোম্পানি ‘ইউনিপে-টু ইউ’র দুই কথিত পরিচালকের ১০ বছর করে সশ্রম কারাদ- হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মোঃ শাহজাহান কবির এ রায় প্রদান করেন। একই রায়ে বেকসুর খালাস দেয়া হয় নাঈমা জান্নাত চৌধুরী নামের কথিত আরেক পরিচালককে। আদালত সূত্রে জানা যায়, ইউনিপের কথিত পরিচালক শাহাদাত হোসেন চৌধুরী, মোঃ আইয়ুব আলী ও নাঈমা জান্নাত চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন মোঃ ইয়াসিন নামের এক বিনিয়োগকারী। ২০১৩ সালের ১৭ জুন দায়ের করা এ মামলায় অভিযোগ আনা হয়, নগরীর বহদ্দারহাট এলাকায় মক্কা ফার্মেসির ওপরে ইউনিপে টু-ইউ’র অফিস দেখিয়ে এবং নিজেদের পরিচালক পরিচয় দিয়ে এই তিন আসামি তাকে বিনিয়োগে প্রলুব্ধ করেন। তার বিনিয়োগ করা ৩ লাখ ৪৬ হাজার ১শ’ টাকা আত্মসাত করেন কথিত পরিচালকরা। আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠিত হওয়ার পর বিচার শুরু হয়। মোট ৫ সাক্ষীর সাক্ষ্যে অপরাধ প্রমাণিত হওয়ায় শাহাদাত হোসেন চৌধুরী ও আইয়ুব আলী নামের দুই পরিচালককে ১০ বছর করে কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। চুয়াডাঙ্গায় ছাত্রী অপহরণকালে আটক ৩ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৮ জানুয়ারি ॥ চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার সময় জনতা ৩ অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে। অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জনতা ভাংচুর করেছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঘটনা ঘটে। পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের ফাহমিদা দুই বান্ধবীসহ কলেজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় অপহরণকারীরা ফাহমিদাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। বাউফলে বখাটের হাতে তিন শিক্ষক লাঞ্ছিত নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ জানুয়ারি ॥ বাউফলে এক বখাটের হাতে তিন শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কনকদিয়া ইউনিয়নের স্যার সলিমুল্লাহ স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করে। জানা গেছে, স্থানীয় বজলুর রহমানের বখাটে ছেলে আলামিন (৩২) ছাত্রীদের স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত। ঘটনার দিন সকাল ১০টার দিকে কনকদিয়া বাজারের পশ্চিম পাশে একটি মন্দিরের কাছে বখাটে আলামিন কয়েক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় ফোরকান হোসেন, আবদুস সালাম ও শিপন চন্দ্র নামের তিন শিক্ষক প্রতিবাদ করলে ওই বখাটে তাদের লাঞ্ছিত করে এবং তাদের মোটরসাইকেলের টায়ার ছিদ্র করে দেয়।
×