ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, আহত ৪

প্রকাশিত: ০৪:২৪, ২৯ জানুয়ারি ২০১৬

বাসের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, ২৮ জানুয়ারি, সান্তাহার ॥ সান্তাহারে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই মহিলা যাত্রী নিহত ও শিশু-মহিলাসহ চার জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সান্তাহার-বগুড়া বাইপাস সড়কের পৌঁওতা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আদমদীঘি থেকে যাত্রী বোঝাই একটি ইজিবাইক সান্তাহার শহরের নামা পৌঁওতা মহল্লায় যাবার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় বগুড়া থেকে নওগাঁগামী দ্রুতগতির বাস পিছন থেকে ওই ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে করে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে সতিন। এরা হলো উপজেলার ছোট আখিড়া গ্রামের মৃত আজিজার রহমানের স্ত্রী রোকেয়া বেওয়া ও রাবেয়া বেওয়া। পটিয়ায় দুইজন নিহত নিজস্ব সংবাদদাতা, পটিয়া থেকে জানান, পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুই ব্যক্তি। তারা হলেন, চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া এলাকার সাহেব মিয়ার পুত্র জসিম উদ্দিন (৪০) ও একই উপজেলার মধ্যম হাশিমপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আজিজুল ইসলাম (৩৫)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসযাত্রী ইসহাক, সাহাব উদ্দিন, নুর নাহার ও নুর নাহারের ছেলে দেলোয়ার। বৃহস্পতিবার বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমুখী দ্রুতগতির যাত্রীবাহী বিলাসী বাস পটিয়া ক্রসিং এলাকায় উল্টে গেলে যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে জসিম ও আজিজ মারা যান। সুন্দরগঞ্জে আহত ৪ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসারের ব্যবহৃত সরকারী পাজেরো গাড়ির সঙ্গে নৈশ কোচের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ইউএনও’র পাজেরো গাড়িটি নিয়ে চালক কয়েকজন স্টাফসহ জেলা শহরে ডিজিটাল মেলায় অংশ নিতে রওনা দিলে গাইবান্ধা-সুন্দরগঞ্জ মহাসড়কের ডোমেরহাট নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জান্নাত এন্টারপ্রাইজ নামে নৈশ কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সরকারী গাড়িটির সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। সান্তাহার পৌর মেয়র হত্যা মামলায় গ্রেফতার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও অটোরিক্সা শ্রমিক সোহাগ হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ১৫ জানুয়ারি বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বগুড়া ও নওগাঁ জেলার ১১ পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সান্তাহার সভার মেয়র হত্যা মামলায় গ্রেফতারের ভয়ে শপথ নিতে আসেনি।
×