ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় হট্টগোল

প্রকাশিত: ০৪:২৩, ২৯ জানুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় হট্টগোল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ২৮ জানুয়ারি ॥ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বৃহস্পতিবার আসন বণ্টনকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মিটিং শুরু হওয়ার আগে কমিটির সদস্যদের আসন বণ্টন করে চেয়ারের সামনে নেমপ্লেট বসান অতিরিক্ত জেলা প্রশাসক এ কে ফজলে রাব্বী। এ সময় অনেক সদস্য সভায় উপস্থিত হয়ে আসনে বসে পড়েন। নেমপ্লেট লাগানোর পর অনেক সদস্যকে সামনের চেয়ার ছেড়ে চলে যেতে হয় পেছনের লাইনে। সভাস্থলের প্রথম লাইনে জায়গা রাখা হয়নি কোন আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা কমান্ডার, পিপি বা প্রেসক্লাব সভাপতিসহ অনেক সিনিয়র সদস্যের। এ নিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, এ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু, আয়েসা সিদ্দিকা তুলি ও পিপি এ্যাডভোকেট শেখর কুমার রায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বলেন, এটা কমিটির সভা। এখানে সকল সদস্যের মর্যাদা, অধিকার ও দায়িত্ব সমান। আসন বণ্টন করে সদস্যদের মর্যাদায় আঘাত করা হয়েছে। এ নিয়ে ব্যাপক হট্টগোল শুরু হলে সভাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ^াস। দ্বিতীয়বারের মতো শীতবস্ত্র বিতরণ করছে স্বপ্ন স্টাফ রিপোর্টার ॥ নগরজীবনে সচ্ছলদের জন্য শীত আসে বাহারি পোশাক আর পিঠাপুলির উৎসব নিয়ে। অন্যদিকে, ভাগ্য বিড়ম্বিত দরিদ্র মানুষদের জন্য এ শীত বয়ে আনে অবর্ণনীয় কষ্ট আর সীমাহীন দুর্ভোগ। প্রতিবছরের ন্যায় এ বছরেও সারাদেশেই এসব ভাগ্য বিড়ম্বিত শীতার্ত মানুষ উষ্ণ কাপড়ের অভাবে ভোগ করছে সীমাহীন দুর্ভোগ। আর তাদের একটু উষ্ণতার ছোঁয়া দিতে ‘অপারেশন উষ্ণতা’ শিরোনামে গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বারের মতো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ‘স্বপ্ন’ । গত ১৬ ডিসেম্বর ঢাকা থেকে শুরু হওয়া ৪০ দিনব্যাপী চলা এ কার্যক্রমটি শেষ হয় ২৬ জানুয়ারি। এ কার্যক্রমের অধীনে ৪টি বিভাগের ৮টি জেলায় ৫২২ জন শীতার্ত মানুষকে নতুন কম্বল ও উষ্ণ পোশাক বিতরণ করা হয়। বৃদ্ধ, শিশু ও মহিলাদের প্রাধান্য দিয়ে এ কার্যক্রমটি পরিচালনা করা হয়। ঢাকা, ময়মনসিংহ, গাইবান্ধা, লালমনিরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বরিশাল জেলার ৪২৬ জনকে কম্বল, ৯৩ শিশুকে উষ্ণ পোশাক এবং হসপিটালের ৩ রোগীকে চাদর দেয়া হয়। এ কার্যক্রমে সারাদেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ স্বপ্নবাজ শিক্ষার্থী স্বেচ্ছাশ্রম দেয়। এদের নেতৃত্ব দেয় স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র স্বপ্নবাজ নুর জাহিদ মোমেন। এর আগে তারা শীতবস্ত্রের জন্য ফেসবুকের মাধ্যমে ৮৯,৫২৮ টাকার তহবিল গঠন করেছিল। উল্লেখ্য যে, স্বপ্ন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী তারুণ্যের সংগঠন। দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা এ সংগঠনের স্বপ্নবাজ হিসেবে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে।
×