ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝিনাই নদীতে বালু উত্তোলন ॥ সেতু হুমকিতে

প্রকাশিত: ০৪:২২, ২৯ জানুয়ারি ২০১৬

ঝিনাই নদীতে বালু উত্তোলন ॥ সেতু হুমকিতে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৮ জানুয়ারি ॥ ধনবাড়ী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর কেরামজানী অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী মহলের নাম ভাঙ্গিয়ে ঝিনাই নদীর ওপর নির্মিত সেতুর নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবাধে এ বালু উত্তোলন করায় সেতুটি হুমকির মুখে পড়েছে। জানা যায়, প্রশাসনের বিনা অনুমতিতে কুড়ালিয়া পটলগ্রামের মৃত হাতেম আলীর ছেলে হেদায়েত হোসেন খোকার নেতৃত্বে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবত উপজেলার কেরামজানী বাজার সংলগ্ন ঝিনাই নদীর সেতুর নিচ থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে একদিকে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি হুমকির মুখে পড়েছে। অপরদিকে, প্রশাসনের অনুমতি না থাকায় সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব। এছাড়া আশপাশের ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়ে বালু উত্তোলনের মূলহোতা হেদায়েত হোসেন খোকা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি তার জমি থেকেই বালু উত্তোলন করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি জানান, বিষয়টি কেউ তাকে জানায়নি। তিনি খোঁজ নিয়ে অবশ্যই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। চট্টগ্রামে ২ মাদক বিক্রেতার যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেলায় মাদকের মামলায় দুই ফেনসিডিল বিক্রেতার যাবজ্জীবন কারাদ-াদেশ হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহনুর বৃহস্পতিবার এ রায় প্রদান করেন। দ-িত আসামিরা হলেন- কুতুব উদ্দিন এবং ইকবাল হোসেন। এর মধ্যে কুতুব উদ্দিন পলাতক রয়েছেন, অপরজন কারাগারে। আদালত সূত্রে জানা যায়, এই দুই আসামিকে ২০০৯ সালের ২২ মার্চ চট্টগ্রাম নগরীর বেটারিগলি এলাকা থেকে ৬শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিদর্শন তপন কান্তি শর্মা। স্কুল ভবনের ভিত্তি স্থাপন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৮ জানুয়ারি ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এতে আরও উপস্থিত ছিলেন ইউএনও তরফদার মাহমুদুর রহমান, প্রতিষ্ঠানের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী ম-ল, প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।
×