ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকৌশলী ও ইউপি সচিব লাঞ্ছিত

প্রকাশিত: ০৪:১৯, ২৯ জানুয়ারি ২০১৬

প্রকৌশলী ও ইউপি সচিব লাঞ্ছিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ জানুয়ারি ॥ আত্রাই উপজেলার ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের সঙ্গে অশোভনীয় আচরণ করায় ওই নারী ভাইস চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলা প্রকৌশলী মোবারক আলী। উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে এডিবির কাজে অনিয়ম, টেন্ডারে ঘাপলা, সিডিউল কিনতে এবং ড্রপিংয়ে বাধা দেয়ার প্রতিবাদ করতে গেলে এমন ঘটনা ঘটে বলে মমতাজ বেগম জানান। অপরদিকে, মান্দা উপজেলার ভালাইন ইউনিয়ন পরিষদের সদস্য বিজলী বেগম জুতোপেটা করেছেন ওই ইউপি সচিব ইনতাজুল ইসলামকে। অশালীন মন্তব্য করায় সচিবের কক্ষে ওই নারী সদস্যের হাতে তিনি এ লাঞ্ছনার শিকার হন। এ দু’টি ঘটনাই ঘটেছে বুধবার সন্ধ্যার আগে। আত্রাই উপজেলার ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম জানান, এসব বিষয় নিয়ে ঘটনার সময় প্রকৌশলীর অফিস কক্ষে গেলে সেখানে উপস্থিত লোকজনের সম্মুখে প্রকৌশলী মোবারক হোসেন তার সঙ্গে অশোভনীয় আচরণ করে তাকে কক্ষ থেকে বের করে দেয়ার চেষ্টা করলে তিনি প্রকৌশলীকে পাল্টা চড়-থাপ্পড় মারতে বাধ্য হন। তবে প্রকৌশলী মোবারক হোসেন চড়-থাপ্পড়ের বিষয়টি অস্বীকার করে জানান, মমতাজ বেগম তার কাছে এডিবির কাজসহ অন্যায়ভাবে সুযোগ-সুবিধা দাবি করছিলেন। এতে উভয়ের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বরিশাল, কেরানীগঞ্জ মোহনগঞ্জে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশাল, কেরানীগঞ্জ ও মোহনগঞ্জে পুরস্কার বিতরণ করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল ॥ গৌরনদীর গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। স্কুলের দু’দিনব্যাপী বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ গোলাম ছালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, কাউন্সিলর বখতিয়ার হোসেন হাওলাদার ও সাবিনা খন্দকার। কেরানীগঞ্জ ॥ বৃহস্পতিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পিএম পাইলট হাই স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- স্কুল পরিচালনা কমিটির সভাপতি সানোয়ার হোসেন বুলবুল, বিদ্যোৎসাহী সদস্য মোস্তাক হোসেন, হায়দার আলী প্রমুখ। মোহনগঞ্জ, নেত্রকোনা ॥ মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র লতিফুর রহমান রতন।
×