ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে তিন দিনব্যাপী ওষুধ মেলা শুরু

প্রকাশিত: ০৪:১৫, ২৯ জানুয়ারি ২০১৬

রাজধানীতে তিন দিনব্যাপী ওষুধ মেলা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওষুধ মেলা। ‘অষ্টম এশিয়া ফার্মা এক্সপো-২০১৬’ শীর্ষক এ মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার মেলাটির উদ্বোধন করেন। জিপিই প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ‘ওষুধ শিল্প সমিতি’ আয়োজিত তিন দিনের এ মেলায় আমেরিকা, জাপান, তাইওয়ান, ভারত, চায়না, কোরিয়া, থাইল্যান্ডসহ ৮০টির অধিক দেশের ৪০০টি কোম্পানি অংশগ্রহণ করছে। মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এখন বাংলাদেশে বিশ্বমানের ওষুধ উৎপাদিত হচ্ছে। দেশের মোট অভ্যন্তরীণ চাহিদার ৯৮ শতাংশ দেশে উৎপাদিত ওষুধ দিয়ে পূরণ করা সম্ভব হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ওষুধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ভারতসহ ৭০টি দেশে আমরা ওষুধ রফতানি করছি।’ তোফায়েল বলেন, ‘সপ্তম-পঞ্চম বার্ষিক পরিকল্পনায় ওষুধ খাত নিয়ে দুটি পরিকল্পনা রয়েছে। এর একটি হলো পণ্য বহুমুখী করা। আর অন্যটি হলো ওষুধের বাজার বহুমুখী করা।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ওষুধ প্রশাসক অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান প্রমুখ। এয়ারটেল নিয়ে এলো সায়মান বিচ রিসোর্ট এ স্পেশাল ডিসকাউন্ট বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এবং সায়মান বিচ রিসোর্টের মধ্যে বনানীর তাজওয়ার সেন্টারে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এয়ারটেল ফেভারিটস এবং এয়ারটেল কর্মকর্তারা সায়মান বিচ রিসোর্টে আকর্ষণীয় ডিস্কাউন্ট পাবেন। সায়মান বিচ রিসোর্ট কক্সবাজারের সাগর তীরবর্তী একটি পাঁচতারকা মানের হোটেল। হোটেলে আকর্ষণীয় এলসিডি টিভি, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, সেন্ট্রাল ওয়াটার হিটিং সিস্টেম ও রুম কন্ট্রোলারের মতো অত্যাধুনিক সুবিধা থাকছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চীফ হিউম্যান রিসোর্স অফিসার মারিয়া হক, হেড এইচ আর অপারেশন আসিফ আহমেদ ও ম্যানেজার এ্যাডমিনিস্ট্রেশন মোসাদ্দেক হোসেন খান এবং সায়মান বিচ রিসোর্টের এক্সিকিউটিভ সেলস এ্যান্ড মার্কেটিং মাহবুব হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি ঈশ্বরদীতে শ্রেষ্ঠ করদাতাদের পুরস্কার প্রদান ঈশ্বরদীতে প্রথম তিন দিনব্যাপী অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহ মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, আ’লীগ সভাপতি আনিছুন্নবী বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা। সহকারী কমিশনার ভূমি ও মেলা বাস্তবায়ন কমিটির সমন্বয়ক জাহিদ নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা জেলা সহকারী ভূমি কর্মকর্তা সমিতির সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ১৩ জন শ্রেষ্ঠ করদাতাকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, ২৬ জানুযারি জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। -স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী
×