ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জরিমানা নয়, রিভিউর সুযোগ পাচ্ছে ফারমার্স ব্যাংক

প্রকাশিত: ০৪:১৩, ২৯ জানুয়ারি ২০১৬

জরিমানা নয়, রিভিউর সুযোগ পাচ্ছে ফারমার্স ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের করা ১০ লাখ টাকা জরিমানার বিষয়ে আইনানুসারে রিভিউ আবেদন করতে পারবে ফারমার্স ব্যাংক। এ বিষয়ে বৃহস্পতিবার এক আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগ এ আদেশ দেন। আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। ফারমার্স ব্যাংকের পক্ষে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার ও মওদুদ আহমদ। মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, একটি ঋণের তথ্য গোপন করার অভিযোগে বাংলাদেশ ব্যাংক গত ৩ জানুয়ারি ফারমার্স ব্যাংককে ১০ লাখ টাকা জরিমানা করে, যা দশ দিনের মধ্যে চেকের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়। কিন্তু ব্যাংক কোম্পানি আইনের ১০৯(১২) অনুসারে জরিমানা করার পর ১৪ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার আবেদন করতে পারবে। কিন্তু ফারমার্স ব্যাংককে সময় দেয়া হয়েছে মাত্র দশ দিন। তারা আইনটা পড়েও দেখেনি। এর বিরুদ্ধে রিট আবেদন করেন ফারমার্স ব্যাংকের হেড অব ব্যাংকিং অপারেশন্স প্রকাশ চন্দ্র মোদক। এ রিটের প্রেক্ষিতে ১১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের জরিমানার আদেশ চার মাসের জন্য স্থগিত করেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ। পরে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যান রাষ্ট্রপক্ষ। গত ২৫ জানুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য নিয়মিত আপীল বেঞ্চে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে আপীল বিভাগ আবেদনটি নিষ্পত্তি করে ব্যাংক কোম্পানি আইন অনুসারে ফারমার্স ব্যাংকে ১০ লাখ জরিমানার বিরুদ্ধে রিভিউ আবেদন করার সুযোগ দিতে নির্দেশ দেয়া হয়। তাই আপাতত ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে না ফারমার্স ব্যাংককে। ভারত যেতে ভিসা ফি দিতে হবে না ব্যবসায়ীদের অর্থনৈতিক রিপোর্টার ॥ এখন থেকে ভারতে যাওয়ার জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের আর ভিসা ফি দিতে হবে না। দেশটির কেন্দ্রীয় সরকার সবচেয়ে কম উন্নত ৪৮টি দেশের জন্য এ সুযোগ দিয়েছে। এর মধ্য রয়েছে বাংলাদেশও। দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনা জারির পর এ উদ্যোগ নেয়া হলো। তালিকায় অন্য দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, এ্যাঙ্গোলা, ভুটান, বুরুন্ডি, বুরকিনো ফাসো, কম্বোডিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, চাদ, কমোরোস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত, জিবুতি, গিনি, ইরিত্রিয়া, ক্যাম্বিয়া, হাইতি, কিরিবিতি, লাওস, লেসোথো, লাইবেরিয়া ও নেপাল। এছাড়া আরও রয়েছে- মাদাগাস্কার, মালয়, মালি, মাওরিতানিয়া, মোজাম্বিক, মিয়ানমার, নাইজার, রাওয়ান্ড, সেনেগাল, সিয়েরালিওন, সলোমান দ্বীপপুঞ্জ, সোমালিয়া, দক্ষিণ সুদান, তাইমুর, তোগো, টুভ্যালু, উগান্ডা, তাঞ্জানিয়া প্রজাতন্ত্র, ভানুয়াতু, ইয়েমেন ও জাম্বিয়া। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে সব ভারতীয় মিশন এবং সংশ্লিষ্ট দেশকে জানানো হয়েছে।
×