ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা সাত দিন পুঁজিবাজারে সূচক কমল

প্রকাশিত: ০৪:০৯, ২৯ জানুয়ারি ২০১৬

টানা সাত দিন পুঁজিবাজারে সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা সাত কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সকালে শুরুতে দিনটিতে উর্ধমুখী প্রবণতা থাকলেও ৪৫ মিনিট পর টানা পতনের কবলে পড়ে সূচক এবং শেষভাগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুঁজিবাজার। দিনটিতে প্রধান বাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। বাজারে বীমা, বস্ত্র এবং আর্থিক খাতের অধিকাংশ কোম্পানির দর কমেছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার দর। সারাদিন সূচকের নেতিবাচক প্রবণতার মধ্যে লেনদেন চলার পরে ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে। দিনটিতে মোট লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা। টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো-অলটেক্স ইন্ডাস্ট্র্রিজ, স্কয়ার ফার্মা, আইটিসি, বিডি থাই, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, ঢাকা ডায়িং, বেক্সিমকো ফার্মা এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস।
×