ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণতান্ত্রিক উত্তরণ সকল মানুষের বিজয় ॥ থেইন সেইন

প্রকাশিত: ০৪:০৮, ২৯ জানুয়ারি ২০১৬

গণতান্ত্রিক উত্তরণ সকল মানুষের বিজয় ॥ থেইন সেইন

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন বৃহস্পতিবার দেশটির গণতান্ত্রিক উত্তরণকে জনগণের ‘বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। আউং সান সুচির নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থী দলের কাছে পার্লামেন্টের দায়িত্ব হস্তান্তরের আগে বৃহস্পতিবার থেইন দেশটির সেনা নিয়ন্ত্রিত পার্লামেন্টে দেয়া সর্বশেষ ভাষণে এ কথা বলেন। খবর এএফপির। থেইন বলেন, আমরা সকল বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করে ধীরে ধীরে দেশের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক উত্তরণ করতে সক্ষম হয়েছি। এটা মিয়ানমারের সকল মানুষের বিজয়। তার এই ভাষণটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমার দশকের দশকের পর জান্তার শাসনে ছিল। কিন্তু গত নবেম্বরে নির্বাচনে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিপুলভাবে জয়ী হওয়ার পর এই স্মরণীয় রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। জনগণের প্রত্যাশা অর্ধশতাব্দী সামরিক শাসনে থাকা ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করতে পারবে সুচির সরকার। জান্তা যুগের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে পারবেন না ৭০ বছর বয়সী সুচি। অনেকের ধারণা তাকে বাদ দিতেই এমনভাবে সংবিধানের নক্সা করা হয়েছিল। থেইন বলেন, প্রত্যেকেই জানেন, প্রায় পাঁচ দশক বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থেকে দূরে ছিলাম আমরা। ভারতে মাওবাদী হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৭ ভারতের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীরা পুলিশের গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক লোক নিহত হয়। পুলিশ বৃহস্পতিবার এ কথা জানায়। খবর এএফপির। ঝাড়খ- রাজ্যে বুধবার হামলাকারীরা প্রথমে শক্তিশালী ভূমিমাইনের বিস্ফোরণ ঘটায়। পরে তারা গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায়। রাজধানী রাঁচি থেকে ১৯০ কিলোমিটার দূরে পালামৌর থেকে পুলিশ কর্মকর্তা নব কুমার সিং বলেন, ভূমিমাইন বিস্ফোরণে সাতজন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে পাঁচ পুলিশ কর্মকর্তা একজন চালক ও অপরজন গার্ড। হামলায় আহত হয়েছে আরও ছয় পুলিশ। তল্লাশি অভিযান চলছে। এসব বিদ্রোহী ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে সরকারী কর্তৃপক্ষকে উৎখাত করে দরিদ্র পার্বত্য সংখ্যালঘু ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে আসছে। মাওবাদী বিদ্রোহীদের দীর্ঘদিনের সংগ্রামের কারণে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী বিদ্রোহীদের দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেন।
×