ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রেসিডেন্ট বাগবোর বিচার শুরু

প্রকাশিত: ০৪:০৭, ২৯ জানুয়ারি ২০১৬

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রেসিডেন্ট বাগবোর বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবোর বিচার শুরু হয়েছে বৃহস্পতিবার। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচার হচ্ছে সাবেক এই প্রেসিডেন্টের। খবর এএফপির। নির্বাচন-পরবর্তী সহিংসতায় পাঁচ বছর আগে দেশটিতে প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। এই বিচারের মাধ্যমে সত্য উন্মোচিত হওয়ার পাশাপাশি সংকটের নেপথ্য কারণ বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন বাগবোর সমর্থক ও প্রতিপক্ষ। আইনজীবীদের অভিযোগ, প্রতিপক্ষ আলাসেন ওয়াতারার কাছে ২০১০ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে সব ধরনের পরিকল্পনা করেন বাগবো। ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ চারটি অভিযোগ আনা হয়েছে ৭০ বছর বয়সী বাগবোর বিরুদ্ধে। একই অভিযোগে তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক মিলিশিয়া নেতা চার্লস ব্লেগৌদিও বিচারের মুখোমুখি হচ্ছেন। আইসিসির প্রধান আইনজীবী ফাতৌ বেনসুদা বলেন, আইনী প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটনই এই বিচারের উদ্দেশ্য। দর্শক ১০০ কোটির বেশি শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটির ভিডিও এ পর্যন্ত এক শ’ কোটির বেশি মানুষ দেখেছেন। ২০১০ সালে ফিফা বিশ্বকাপের সময় এই থিম সংটি গেয়েছিলেন কলম্বিয়ান গায়িকা। এই গানই তার জীবনে পরিবর্তন করে দিয়েছে। তৃতীয় লাতিন আমেরিকান শিল্পী হিসেবে এই রেকর্ড ছুঁলেন তিনি। এর আগে ব্রুনো মার্স ও এনরিক ইগলেসিয়াস এই রেকর্ড করেন। -জিনিউজ ‘অন্ধদের গ্রাম’ পেরুর এক প্রত্যন্ত গ্রাম প্যারান। ৩৬০ জন অধিবাসীর এই গ্রামের মানুষ ৫০ বছর বয়স থেকে ক্রমশ অন্ধ হয়ে যায়। বিশেষ করে পুরুষরা বেশি অন্ধত্বের শিকার হয়। এটি এখন অন্ধদের গ্রাম নামেই পরিচিত। চিকিৎসকরা জানিয়েছেন, জন্মগত এই রোগের নাম রেটিনাইটিস পিগমেনটোসা। এতে চোখের ‘টানেল ভিশন’ নষ্ট হয়ে যায়। এক্স ক্রোমোজোমের সমস্যা থেকেই এই অন্ধত্ব তৈরি হয়। এর কোন চিকিৎসাও নেই। এতে আক্রান্ত নারীদের ছেলেসন্তান হলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা বেশি। -গিটিইমেজডটকম
×