ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারের ঝুঁকিকে জুয়া হিসেবে চিহ্নিত করা ঠিক নয়

প্রকাশিত: ০১:১৬, ২৮ জানুয়ারি ২০১৬

পুঁজিবাজারের ঝুঁকিকে জুয়া হিসেবে চিহ্নিত করা ঠিক নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের বিনিয়োগ ঝুঁকিকে জুয়া হিসেবে চিহ্নিত করা ঠিক নয় বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী। বৃহস্পতিবার ডিএসইতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, তথ্য প্রমাণ ছাড়া কথা বললে বাজার ক্ষতিগ্রস্ত হয়। অনিয়ম থাকলে সেগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিনিয়োগে ঝুঁকি থাকবে তাই বলে ঝুঁকিকে জুয়া হিসেবে চিহ্নিত করা উচিত না। পুঁজিবাজারের ওপর সাধারণ মানুষের আস্থা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আস্থা আছে কি না নেই- তা কি দিয়ে মাপব। বাজারে মূলধন বাড়ছে, তালিকাভূক্ত কোম্পানির সংখ্যা বাড়ছে আস্থা না থাকলে এমন হতো না। প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে একাধিক বিনিয়োগ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ বাংলাদেশের পুঁজিবাজারকে জুয়া ও গুজব নির্ভর বলে অভিহিত করেন। সংবাদ সম্মেলনে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আবদুল মতিন পাটোয়ারি বলেন, পুঁজিবাজার নিয়ে কিছু নেতিবাচক মন্তব্যের কারণে বাজারে বিরূপ প্রভাব পড়ছে। এর কারণে বিনিয়োগকারীদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ অবশ্যই দীর্ঘমেয়াদী। সংবাদ সম্মেলনে পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মতিন জানান, গত ৩ বছরে বাজারে মূলধন বেড়েছে ৩১ শতাংশ, তালিকাভূক্ত কোম্পানির সংখ্যা বেড়েছে ১৮ শতাংশ। অতএব পুঁজিবাজারে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে না এ কথাটি বিভ্রান্তিমূলক। সংবাদ সম্মেলনে ডিএসইর আরেক পরিচালক রুহুল আমিন বলেন, মার্কেট ডায়নামিক আছে। এখন যেভাবে চলছে সেটাই যথাযথভাবে চলা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটোয়ারী, পরিচালক এম. কায়কোবাদ, খাজা গোলাম রসুল, মো. শাহজাহান, প্রফেসর আবুল হাশেম প্রমুখ।
×