ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আজ চার খেলা

প্রকাশিত: ২০:০৯, ২৮ জানুয়ারি ২০১৬

অনুর্ধ-১৯ বিশ্বকাপ  ক্রিকেটে আজ চার খেলা

অনলাইন ডেস্ক ॥ অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আজ চারটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলছে ভারত ও আয়ারল্যান্ড, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে-পাকিস্তান ও আফগানিস্তান, সিলেট জেলা স্টেডিয়ামে খেলছে শ্রীলঙ্কা ও কানাডা এবং ফতুল্লার খান সাহেব ওসমানর আলী স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও নেপাল খেলছে। ভারত ও আয়ারল্যান্ড ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ড ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ভারত ২৬৮ রান সংগ্রহ করে। ভারতের ব্যাটসম্যানদের পক্ষে ভুঁই ৩৯, সরফরাজ-৭৪, সুন্দর ৬২ ও জিসান আনসারী ৩৬ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে লিটল ও এন্ডারস ৩ টি করে উইকেট পেয়েছে। পাকিস্তান ও আফগানিস্তান এর খেলায় টসে জিতে পাকিস্তান ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়। আফগানিস্তান ৪১.২ ওভারে ১২৬ রানে অলআউট হয়। আফগানিস্তানের তারিক করেন ৫৩ রান। পাকিস্তানের বোলারদের পক্ষে সাদাব খান ৪ ও হাসান মাসুদ ৩ উইকেট পেয়েছেন। লাঞ্চ বিরতি পর্যন্ত পাকিস্তান ১৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৬১ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কা ও কানাডার মধ্যকার খেলায় শ্রীলঙ্কা টসে জিতে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৩১৫ রান। শ্রীলঙ্কার পক্ষে বান্দারা ৬১, আশলাঙ্কা ৭৬, এসহা ৭৪ ও ডি সিলভা ৫১ রান করেন। নিউজিল্যান্ড ও নেপালের মধ্যকার খেলায় নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে নেপাল ৭ উেিকট হারিয়ে করে ২৩৮ রান করে।
×