ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেক্সাসে প্রহরীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ২০:০২, ২৮ জানুয়ারি ২০১৬

টেক্সাসে প্রহরীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নয় বছর আগে এক প্রহরীকে হত্যার দায়ে জেমস ফ্রিম্যান নামের ওই ব্যক্তিকে দেয়া মৃত্যুদণ্রডের রায়টি কার্যকর করা হল। কারা কর্মকর্তারা একথা জানিয়েছেন। চলতি বছর য্ক্তুরাষ্ট্রে ফ্রিম্যানকে নিয়ে ৪ জনের মৃত্যুদ- কার্যকর করা হল। টেক্সাসে এই নিয়ে মাত্র ৮ দিনে ২ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় এক কারা কর্মকর্তা বলেন, প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগে তার মৃত্যুদ- কার্যকর করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার০০৩০) তাকে মৃত ঘোষণা করা হয়। ২০০৭ সালের মার্চ মাসের এক রাতে ফ্রিম্যান তার পিকআপে করে সংরক্ষিত একটি এলাকায় প্রবেশ করেন। সেখানে রাস্তা থেকে গুলি করা নিষিদ্ধ। একজন প্রহরী ফ্রিম্যানের গাড়ি থেকে চালানো গুলির আওয়াজ শুনতে পেয়ে অ্যালার্ম বাজায়। এরপর ওই প্রহরী, পুলিশ ও শেরিফের অফিসের কয়েকজন সদস্য ফ্রিম্যানের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে তাদের সঙ্গে ফ্রিম্যানের গুলি বিনিময় হয়। এতে জাস্টিন হার্স্ট (৩৪) নামের এক অনুসরণকারী গুরুতর আহত হয়। পরে সে মারা যায়। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার জানিয়েছে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ২৮ জনের মৃত্যুদ- কার্যকর করে। ১৯৯১ সালে সর্বশেষ এই সংখ্যক মানুষের মৃত্যুদ- কার্যকর করা হয়।
×