ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়নশিপ লীগ শিরোপা বারিধারার

প্রকাশিত: ০৬:২২, ২৮ জানুয়ারি ২০১৬

চ্যাম্পিয়নশিপ লীগ শিরোপা বারিধারার

স্পোর্টস রিপোর্টার ॥ উত্তর বারিধারা ক্লাবের জন্য বুধবারের দিনটা ছিল খুশির দিন। কেননা এদিন তারা ‘মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’-এর শিরোপাটা নিজেদের করে নিয়েছে। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবকে ২-১ গোলে হারায়। বিজয়ী দলের আলমগীর ও রাসেল গোল দু’টি করেন। বিজিত দলের রাসেল একটি গোল করেন। অপর ম্যাচে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত) পুলিশ এ্যাথলেটিক ক্লাবকে ১-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘ। আরামবাগের জাহেদ জয়সূচক গোলটি করেন। ১৪ ম্যাচে ৭ জয়, ৬ ড্র ও ১ হারে বারিধারার পয়েন্ট ২৭। পয়েন্ট টেবিলে তারা আছে শীর্ষে। পক্ষান্তরে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে অগ্রণী ব্যাংকের স্থান পঞ্চম। এদিকে সমান খেলায় আরামবাগের পয়েন্ট ২৩, অবস্থান দ্বিতীয়। আর সমান খেলায় পুলিশের পয়েন্ট ১৭, অবস্থান চতুর্থ। শিরোপা জয়ে উত্তর বারিধারা ক্লাব আসন্ন ২০১৫-১৬ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো। আজ সেন্ট ফ্রান্সিস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া স্পোর্টস রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার পুরনো ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন প্রধান অতিথি, সহকারী কলেজ পরিদর্শক মুহম্মদ আমজাদ হোসেন ও স্কুলের প্রাক্তন শিক্ষক ধর্মলাল গোপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ব্যাজ পরিধারণ করে মঞ্চে অতিথিগণের আসন গ্রহণের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। অনুষ্ঠানসূচীতে থাকছে প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, মশাল প্রজ্বলন ও মশাল দৌড়। প্রধান শিক্ষিকা সিস্টার মেরী পালমা ক্রীড়া প্রতিযোগিগতায় সভাপতিত্ব করবেন।
×