ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্নাব্যু, ন্যুক্যাম্পেই থাকছেন রোনাল্ডো নেইমার

প্রকাশিত: ০৬:২২, ২৮ জানুয়ারি ২০১৬

বার্নাব্যু, ন্যুক্যাম্পেই থাকছেন রোনাল্ডো নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের সেরা তিন তারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমারের ঠিকানা পরিবর্তন নিয়ে প্রায়শই গুঞ্জন শোনা যায়। অনেকবারই গুঞ্জনটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই ত্রয়ী। মেসি কিছুদিন আগেও বলেছেন, তিনি ন্যুক্যাম্পেই থাকবেন। এবার শোনা গেল রোনাল্ডো ও নেইমারও তাদের বর্তমান ঠিকানাতেই থাকবেন। সি আর সেভেন অনেকবারই বলেছেন, তিনি সান্টিয়াগো বার্নাব্যু ছাড়বেন না। এবার রিয়ালের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ আশাবাদ ব্যক্ত করেছেন পর্তুগাল অধিনায়ক মাদ্রিদেই থাকবেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রিয়ালে নাম লেখানোর পর থেকেই নিয়মিত আলো ছড়াচ্ছেন রোনাল্ডো। ইতোমধ্যে রিয়ালের হয়ে রাউল গঞ্জালেসের সর্বোচ্চ ৩২৩ গোল করার রেকর্ড ভেঙ্গেছেন। আরও অনেক রেকর্ড গড়েছেন। ফরাসী চ্যাম্পিয়ন পিএসজি ৩০ বছর বয়সী পর্তুগালের এই ফরোয়ার্ডকে পেতে চায় বলে বহুদিন ধরে গুঞ্জন চলছে। তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও তাকে চাইছে বলে খবর আছে। এক সাক্ষাতকারে রিয়াল সভাপতি পেরেজ বলেন, পিএসজির আগ্রহ নিয়ে আমি বিস্মিত নই। রোনাল্ডো বিশ্বের সেরা খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের প্রধান খেলোয়াড় সে। এটাই স্বাভাবিক যে, অন্য ক্লাবগুলো তাকে পাওয়ার স্বপ্ন দেখবে। তিনি আরও বলেন, সে আলফ্রেডো ডি স্টেফানোর উত্তরসূরি। সে এখানে সুখে আছে, তাই সে রিয়াল মাদ্রিদ ছাড়বে না। সে বিশ্বের সেরা খেলোয়াড়। তার বিশ্বের সেরা দলে খেলে যেতে হবে। বার্সিলোনার বিশ্বাস, নেইমার তাদের সঙ্গে চুক্তি নবায়ন করবে। দলটির কোচ লুইস এনরিকে এমন আশাই করছেন। বার্সার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুনে। কিন্তু গুঞ্জন চলছে নেইমারের ওপর চোখ রাখছে বার্সিলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসী চ্যাম্পিয়ন পিএসজিও পেতে চায় ব্রাজিলিয়ান অধিনায়ককে।
×