ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিজিকে খেলা শেখাল ইংল্যান্ড ২৯৯ রানে জিতে

প্রকাশিত: ০৬:২০, ২৮ জানুয়ারি ২০১৬

ফিজিকে খেলা শেখাল ইংল্যান্ড ২৯৯ রানে জিতে

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে ১৬টি দল খেলছে। দলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে ফিজি। এ দলটিকে যারাই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারাই বড় ব্যবধানে জয় তুলে নিচ্ছে। মূল পর্বে বুধবার ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট দল যেমন ২৯৯ রানের বড় ব্যবধানে ফিজি অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে হারিয়ে দিয়েছে। ডেন লরেন্স (১৭৪) ও জ্যাক বার্নহ্যাম (১৪৮) দু’জনই শতক করেন। জোড়া শতকে অনায়াসেই জয় পেয়ে শুভ সূচনা করেছে ইংলিশরা। প্রথমবারের মতো অনুর্ধ-১৯ বিশ্বকাপ খেলছে ফিজি। আর প্রথমবারই তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হচ্ছে দলটির। ইংল্যান্ডের দেয়া ৩৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় ক্রিকেট বিশ্বে নবাগত এই দলটি। বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে ২২ রানেই সাজঘরে ফেরেন ওপেনার হোল্ডেন (৩)। এরপর লরেন্স-বার্মহ্যামের রেকর্ড গড়া জুটিতে বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৩০৩ রানের জুটি গড়েন লরেন্স-বার্মহ্যাম। যুব বিশ্বকাপে যে কোন উইকেট জুটিতে এটি সর্বোচ্চ রানের জুটি। দু’জনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৪৭তম ওভারে বার্নহ্যাম বোল্ড হলে ভাঙ্গে তাদের এই রেকর্ড জুটি। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফিরেন লরেন্সও। লরেন্স ১৫০ বলে ২৫ চার ও এক ছক্কায় করেন ১৭৪ রান। অন্যদিকে বার্নহ্যাম ১৩৭ বলে ১৯ চার ও চার ছক্কায় ১৪৮ রানের ইনিংস খেলেন। বল হাতে বিধ্বস্ত হওয়ার পর ব্যাট হাতেও বিপর্যয়ের সম্মুখীন হয় ফিজির ব্যাটসম্যানরা। ২৭.৩ ওভারে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় দলটি। সর্বোচ্চ ৩৬ রান করেছেন পেনি ভুনিওয়াকা। ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন সাকিব মাহমুদ ও স্যাম কারেন। ২০০৪ সালেও যুব বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। সেবার ‘সি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং ও ব্র্যাড উইলসন স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ২৭৩ রান করেছিলেন। যা ছিল অনুর্ধ-১৯ বিশ্বকাপে যে কোন উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। ওই ম্যাচে ওয়াটলিং ১৫৪ ও উইলসন অপরাজিত ১৪৪ রান করেছিলেন। ১২ বছর পরে ২০১৬ সালেও যুব বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। আর এবার ১২ বছর আগের সেই রেকর্ড ভাঙ্গলেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যাম। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে ফিজির বিপক্ষে এই দুই ইংলিশ ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে ৩০৩ রানের জুটি গড়েন। স্কোর ॥ ইংল্যান্ড অনুর্ধ-১৯ দল ইনিংস ৩৭১/৩; ৫০ ওভার (লরেন্স ১৭৪, বার্নহ্যাম ১৪৮)। ফিজি অনুর্ধ-১৯ দল ইনিংস ৭২/১০; ২৭.৩ ওভার (ভুনিওয়াকা ৩৬, চার্টার্স ১০; সাকিব ৩/২, স্যাম ৩/২২)। ফল ॥ ইংল্যান্ড অনুর্ধ-১৯ দল ২৯৯ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ ড্যান লরেন্স (ইংল্যান্ড অনূুর্ধ-১৯ ক্রিকেট দল)।
×