ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালের অভিযোগ অস্বীকার মামুনুল-নাসিরের

প্রকাশিত: ০৬:১৮, ২৮ জানুয়ারি ২০১৬

জামালের অভিযোগ অস্বীকার মামুনুল-নাসিরের

স্পোর্টস রিপোর্টার ॥ শেখ জামাল ধানম-ির সভাপতি মনজুর কাদের অভিযোগ করেছেন পাওনার তৃতীয় কিস্তির টাকা নেয়ার পাশাপাশি আসন্ন মৌসুমের প্রথম কিস্তির টাকাও অগ্রিম নিয়েছেন মামুনুল ইসলামসহ ৯ ফুটবলার। বুধবার তিনি এক সংবাদ সম্মেলনে এই বক্তব্যের সপক্ষে দালিলিক প্রমাণও উপস্থাপন করেন। কিন্তু এমন অভিযোগ অস্বীকার করেছেন মামুনুল। তিনি বলেন, ‘আমরা কোন নতুন চুক্তির টাকা নেইনি। কাগজে যে সই দেখানো হয়েছে, সেটা আমার কিনা সন্দেহ। কাদের ভাই এক পক্ষ থেকে কথা বলেছেন। আমরা যদি পেমেন্ট নিয়ে থাকি, তবে তা ফেরত দেয়ার ক্ষমতাও রাখি। কাদের ভাই জনসম্মুখে আমার পেপারটা দেখিয়েছেন, আগের কোন খেলোয়াড়কে কি তিনি তার দলে নিতে পেরেছেন? সঠিক হলে তো নিতে পারতেন। আমি চট্টগ্রাম আবাহনীর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছি, সেটা ফিরিয়ে দেয়ার জন্য তিনি টাকা দিয়ে আমার কাছ থেকে সাদা-কাগজে একটা সই নিয়েছেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ওই টাকা তো আমি নেইনি, সেটা তো কাদের ভাইয়ের কাছেই গেল। আমাদের একটাই কথা- গত চার-পাঁচ মাস ধরে আমরা পাওনার তৃতীয় কিস্তির টাকা চেয়ে আসছিলাম। কিন্তু তিনি এমন সময় আমাদের সেই টাকা দিলেন জোর করে নতুন মৌসুমে তার দলে থাকার জন্য। এমনকি অনেক খেলোয়াড়, যেমন : রনি, তকলিস, রুবেলের তৃতীয় কিস্তির টাকা এখনও পরিশোধ করেননি। তারা শেখ জামালে খেলবে না বলেছে বলে তাদের টাকা দেয়া হয়নি।’ মামুনুল আরও যোগ করেন, ‘আমি মিথ্যুক নই। এখন তারা যদি মিথ্যা বলে তাহলে আমার কিছু করার নেই। কাদের ভাইকে আমি স্পষ্ট বলে দিয়েছি আমি আপনার দলে খেলব না। কারণ আপনার অনেক অফিসিয়ালের সঙ্গে আমার বনিবনা হয় না। এটা কি আমার অন্যায়? কাদের ভাইকে বলেছি তৃতীয় কিস্তির টাকা দিয়ে দিতে।
×