ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোন কয়েকটি ভার্সিটিতে বিনামূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা দেবে

প্রকাশিত: ০৬:১৬, ২৮ জানুয়ারি ২০১৬

গ্রামীণফোন কয়েকটি ভার্সিটিতে বিনামূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা দেবে

শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কিছু স্থানে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন। প্রকল্পটির পরীক্ষামূলক পর্যায়ে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধা পাবে। এ উদ্যোগে প্রাথমিকভাবে, গ্রামীণফোন এর গ্রাহকদের জন্য গড়ে সর্বোচ্চ ১ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেবে। শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকরাই এ আকর্ষণীয় সেবাটি পাবেন। -বিজ্ঞপ্তি এমআইএসটির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আগামী রবিবার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ১৪তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আগামী রবিবার সকাল ১০টায় এমআইএসটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই-১৪), কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই-১২), ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই-১০), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই-১০) এবং এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এই-৪) কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হবে। গ্র্যাজুয়েটদের জানানো যাচ্ছে যে, আজ ২৮ জানুয়ারি রিহার্সেল অনুষ্ঠিত হবে। -আইএসপিআর
×