ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারের উন্নয়নে সরকার পাশে থাকবে ॥ অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ০৬:১৩, ২৮ জানুয়ারি ২০১৬

পুঁজিবাজারের উন্নয়নে সরকার পাশে থাকবে ॥ অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পুঁজিবাজারের উন্নয়নে শুরু থেকেই পাশে ছিল সরকার। আজও আছে, ভবিষ্যতেও থাকবে। বুধবার প্রধানমন্ত্রীর দফতরে অর্থ উপদেষ্টা মসিউর রহমানের সঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর নবনির্বাচিত কমিটির প্রতিনিধিরা দেখা করতে গেলে তিনি পুঁজিবাজার উন্নয়নে পাশে থাকার এ আশ্বাস দেন। এ সময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিএমবিএর নবনির্বাচিত সভাপতি মোঃ ছায়েদুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, কোষাধ্যক্ষ খন্দকার কায়েস হাসান ও নির্বাহী সদস্য ড. মোশাররফ হোসাইন। সৌজন্য সাক্ষাত শেষে মোঃ ছায়েদুর রহমান বলেন, আমরা প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বিকেল ৩টা-৪টা পর্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছি। বৈঠকে আমরা বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরেছি। অর্থ উপদেষ্টা আমাদের কথাগুলো মনোযোগ শুনেছেন। তিনি আরও বলেন, বিশেষ করে পুঁজিবাজারে ব্যাংকের বাড়তি বিনিয়োগ সমন্বয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। অর্থ উপদেষ্টা আমাদের বলেছেন, বিষয়টি আমি শুনেছি, বিষয়টি নিয়ে সরকার আন্তরিক। খুব দ্রুত কীভাবে করা- সরকারের পক্ষ থেকে সে উদ্যোগ নেয়া হচ্ছে।
×