ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৫৮ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৬:১৩, ২৮ জানুয়ারি ২০১৬

পুঁজিবাজারে ৫৮ ভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। আগের দিনের মতো বুধবারে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ৫৭ লাখ টাকার। দিনটিতে ডিএসইতে মোট ৩০টি হাউসে সফটওয়ার জটিলতার কারণে লেনদেন করা সম্ভব হয়নি। ডিএসইতে ৫৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। ঢাকার বাজারে লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি টাকা। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। তবে শুরুতেই লঙ্কা বাংলাসহ ৩০টি প্রতিষ্ঠানে কোন লেনদেন হয়নি। ফলে সার্বিকভাবে বাজারের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে থাকে। একইসঙ্গে লেনদেন কমতে থাকে। দিনশেষে প্রধান বাজার বুধবারে ডিএসইতে ৩৫৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি টাকা বা ১৯ দশমিক ৫৩ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩২ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- আল-আরাফাহ ইসলামি ব্যাংক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইটিসি, এ্যামারেল্ড অয়েল, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, বিডি থাই, সিভিও পেট্রোকেমিক্যাল এবং ঢাকা ডায়িং এ্যান্ড ম্যানফ্যাকচারিং কোম্পানি।
×