ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিচার দ্রুত সম্পন্নের দাবি

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ০৫:৪২, ২৮ জানুয়ারি ২০১৬

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ,২৭ জানুয়ারি ॥ জেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত সাবেক অর্থমন্ত্রী ও হবিগঞ্জ-৩ আসনের জননন্দিত এমপি এস এ এম এস কিবরিয়া এবং তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা মঞ্জুসহ ৫ নেতাকর্মীর ১১তম মৃত্যুবার্ষিকী বুধবার সাধারণভাবে পালিত হল। দুপুর ১২ টায় বৈদ্যের বাজার কিবরিয়া স্মৃতিস্তম্ভে অধ্যাপক আবিদুর রহমান,অনুপ কুমার দেব মনা ও পার্থ প্রতীম রায়ের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে হবিগঞ্জ কিবরিয়া ও মঞ্জুরুল হুদা স্মৃতি ফাউন্ডেশন। পরে আয়োজন করা হয় মিলাদ মাহফিল, দোয়া ও হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বিশেষ প্রার্থনা। এ ছাড়া হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সেক্রেটারি এ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর নেতৃত্বেও একই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষও একই স্তম্ভে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় সংশ্লিষ্ট এলাকায় মানুষের পদচারণায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। তাছাড়া জেলার বিভিন্ন মসজিদ-মন্দিরেও কিবরিয়াসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে উক্ত ঘটনায় নিহত কিবরিয়াসহ ৫ নেতাকর্মী হত্যাকা-ে দায়েরকৃত পৃথক দুটি মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্নের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ফাঁসি দাবি করেন জেলার নানা পেশার মানুষ।
×