ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে স্কাউটের ৮ম জাতীয় কাব ক্যাম্পুরি সমাপ্ত

প্রকাশিত: ০৫:৪১, ২৮ জানুয়ারি ২০১৬

গাজীপুরে স্কাউটের ৮ম জাতীয় কাব ক্যাম্পুরি সমাপ্ত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৭ জানুয়ারি ॥ গাজীপুরে কালিয়াকৈরের মৌচাকে দিনভর কচি-কোমল শিশু-কিশোরদের কোলাহলের পর বুধবার সন্ধ্যায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে ৬ দিনব্যাপী আয়েজিত ৮ম জাতীয় কাব ক্যাম্পুরি। “আমরা করবো জয়” থিম নিয়ে আয়োজিত হয় এবারের ৮ম জাতীয় কাব ক্যাম্পুরি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবারের ৮ম জাতীয় কাব ক্যাম্পুরি। মহাতাঁবু জলসায় কাব ক্যাম্পুরির ৪টি ভিলেজের এবং বিভিন্ন জেলা কন্টিনজেন্ট থেকে বাছাইকৃত কাব স্কাউটগণ ৮টি বিষয় উপস্থাপন করে। মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে মহাতাঁবু জলসার শুভ উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির সভাপতি মোঃ নজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন খালিদ। অংশগ্রহণকারীরা দিনভর নানা কর্মকা-ের মাধ্যমে অতিবাহিত করে ক্যাম্পুরির ৬ষ্ঠ দিন। এর আগে প্রতিদিনের মতো ৬ষ্ঠ দিন বুধবার ভোরে ঘুম থেকে উঠে শরীরচর্চা শেষে তাঁবু কার্যক্রমে অংশগ্রহণ করে ক্যাম্পুরির কচি-কোমল শিশু-কিশোররা। এরপর তারা ভিলেজভিত্তিক বিভিন্ন উল্লাসে অংশগ্রহণ করে। আকর্ষণীয় ও বিচিত্র সাজ নিয়ে আমরা সবাই রাজা উল্লাস অংশগ্রহণের জন্য মূল এরিনায় সমবেত হয় কৃষ্ণচূড়া ভিলেজের কাব স্কাউটের সদস্যরা। এ উল্লাস উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান (সচিব) ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (আইসিটি) মোঃ মাহফুজুর রহমান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষণ) মোঃ নুরুল ইসলাম। ঘোড়ার গাড়িতে চড়ে উল্লাস এরিনায় আসেন অতিথিবৃন্দ। উল্লাস এরিনায় কাব স্কাউটদের আনন্দদানের জন্য প্রদর্শন করা হয় হাতি, জিরাফ, বকসহ বিভিন্ন পশু-পাখির প্রতিকৃতি। অতিথিগণ বিমোহিত হন কাবদের আনন্দ উচ্ছ্বাস আর দক্ষতায়। কদম ভিলেজের কাব স্কাউটরা দেশীয় খেলাসমূহের সঙ্গে পরিচিত হয়ে অংশগ্রহণ করে গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা, কাবাডি, ফুলটোকা, বৌছি। জয়ের আনন্দে মেতে উঠে সকলেই। পাশাপাশি ছিলো রিং চালানো, সাতচারাসহ ক্রিকেট, ফুটবল ও খো খো খেলা। পথের মধ্যে প্রতিবন্ধকতা দূর করে বিভিন্ন চিহ্ন অনুসরণ করে রত্মদ্বীপে উপস্থিত হয় জবা ভিলেজের কাব স্কাউটরা। গাঙ্গচিল উল্লাসে দিনভর নন্দন পার্ক ভ্রমণ ও রাইডে আরোহণ করে আনন্দে মেতে সূর্যমুখী ভিলেজের অংশগ্রহণকারীরা । উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৬ দিনব্যাপী এ ক্যাম্পুরির উদ্বোধন করেন। বুধবার মহাতাঁবু জলসার অনুষ্ঠান শেষে ওই ক্যাম্পুরির মিলন মেলার সমাপ্তি ঘটে।
×