ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থ আত্মসাত মামলায় চট্টগ্রামে ৩ ব্যাংকারকে ২০ বছর করে কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪০, ২৮ জানুয়ারি ২০১৬

অর্থ আত্মসাত মামলায় চট্টগ্রামে ৩ ব্যাংকারকে ২০ বছর করে  কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্যাংকে ভুয়া এলসি খুলে অর্থ আত্মসাতের দায়ে তিন ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে ২০ বছর করে কারাদ- দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিন এ রায় দেন। একই সঙ্গে আদালত আত্মসাত করা দেড় কোটি টাকা চারজনকে সমান ভাগে পরিশোধ করার নির্দেশ দিয়েছে। দ-িতরা হলেন অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুস শুক্কুর, ক্যাশিয়ার মাইনুদ্দিন চৌধুরী, কর্মকর্তা তড়িৎ কান্তি সেন এবং খাতুনগঞ্জের সাতকানিয়া ট্রেডার্সের মালিক বিভূতি রঞ্জন তালুকদার। আসামিদের মধ্যে বিভূতি রঞ্জন তালুকদার ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের সরকারী কৌঁসুলি এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন আহমেদ জানান, অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে অর্থ আত্মসাতের মামলায় আজ রায় দিয়েছে আদালত। রায়ে চারজনকে ২০ বছর করে কারাদ- প্রদান করা হয়েছে। এছাড়া আত্মসাত করা দেড় কোটি টাকা সমান ভাগে ভাগ করে পরিশোধ করতে আসামিদের নির্দেশ দিয়েছে। ১৯৮৬ সালের ২৭ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সময়ে অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে চার ধাপে দেড় কোটি টাকা উত্তোলন করে আত্মসাত করা হয়। অভিযোগ তদন্তে বিষয়টির সত্যতা পাবার পর ১৯৮৭ সালের ৩১ আগস্ট দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন পরিদর্শক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী বাদী হয়ে কোতোয়ালি থানায় চারটি পৃথক মামলা দায়ের করেন। ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ চারটি মামলার রায় ঘোষণা করে আদালত। চারটি মামলায় দ-বিধির ৪০৯ ধারায় প্রত্যেককে পাঁচ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। প্রত্যেক মামলায় দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
×