ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নববধূর আত্মহত্যা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৮, ২৮ জানুয়ারি ২০১৬

রাজধানীতে নববধূর আত্মহত্যা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে এক নববধূ আত্মহত্যা করেছে। খিলক্ষেত এলাকায় আগুন পোহাতে গিয়ে এক নিরাপত্তারক্ষীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছে। এছাড়া সায়েদাবাদ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে এক সেনা সদস্য সর্বস্ব খুইয়েছেন। বুধবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণখান এলাকার একটি বাড়িতে শামীমা আক্তার রোজী (২২) নামে এক নববধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুর ১টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের স্বামীর নাম মোঃ রুবেল। গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার জালালপুর গ্রামে। নিহতের বড় বোন নিলুফার ইয়াসমিন জানান, ৬ মাস আগে ছোট বোন শামীমার সঙ্গে রুবেলের বিয়ে হয়। ততক্ষণ থেকে সে শ্বশুরবাড়ি যায়নি। তার স্বামী রুবেল গাজীপুরে পাসপোর্ট অফিসে চাকরি করেন। বিয়ের পর থেকে ছোট বোন শামীমা তাদের দক্ষিণখান থানাধীন মোল্লারটেক এলাকার ৪ নম্বর রোডের ৫০ নম্বর ধানসিঁড়ি নামে ভবনের ৬ষ্ঠ তলা ভাড়া বাড়িতে থাকতেন। নিলুফার ইয়াসমিন আরও জানান, তার দুই যমজ মেয়েকে দেখাশুনা করত শামীমা। বুধবার ফজরের নামাজ শেষে যে যার রুমে ঘুমিয়ে পড়েন। পরে সকাল সাড়ে ৭টার দিকে শামীমার রুমের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করা হয়। এতে সাড়াশব্দ না পেয়ে বাড়ির দারোয়ান আলমকে ডেকে এনে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে দেখেন, ছোট বোন শামীমা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে পুলিশ খবর দেয়া হয়। তবে কি কারণে শামীমা আত্মহত্যা করেছে তা তিনি জানাতে পারেননি। দক্ষিণখান থানার এস আই আঃ ওয়াদুদ জানান, শামীমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল জানা যাবে। নিরাপত্তা রক্ষীর মৃত্যু ॥ রাজধানীর খিলক্ষেত এলাকায় আগুন পোহাতে গিয়ে ইকরামুল হক (৪০) নামে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম বশির উদ্দিন। গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার কাজীরহাট এলাকায়। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলবার মধ্যরাতে ডিউটি করার সময় শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছিলন ইকরামুল। আগুন পোহাতের গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। কোন এক সময় তার গায়ে থাকা কাপড়ে আগুন লেগে যায়। এতে তিনি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়। সড়ক দুঘর্টনায় একজনের মৃত্যু ॥ রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ সংলগ্ন সিএনজি পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় ওফাজ মিয়া (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম হামেদ উদ্দিন। তিনি ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন। যাত্রাবাড়ী থানার এসআই তাপস ম-ল জানান, মঙ্গলবার মধ্যরাতে গাড়ির ধাক্কায় ওফাজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞান পার্টির খপ্পরে সেনা সদস্য ॥ রাজধানীর সায়েদাবাদ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এনায়েত উল্লাহ (৪০) নামে এক সেনা সদস্য নগদ টাকা ও মোবাইল খুইয়েছেন। পরে তাকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী থানার এএসআই শামছুল হক সায়েদাবাদ রেল ক্রসিংয়ের পাশে থেকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ৭০২ নম্বর ওযার্ডে ভর্তি করেন। পুলিশ জানায়, এনায়েত উল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই করপোরাল জিডি পদে চট্টগ্রামে কর্মরত। তিনি মিশনে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পরীক্ষা দিতে এসেছিলেন। ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার চিকিৎসা চলছে।
×