ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকায় নিযুক্ত সাবেক চীনা রাষ্ট্রদূতরা

বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন হয়েছে ব্যাপক

প্রকাশিত: ০৫:২৮, ২৮ জানুয়ারি ২০১৬

বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন হয়েছে ব্যাপক

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূতরা অভিমত প্রকাশ করেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। উন্নত অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ হার, মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য বলে দিচ্ছে- বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে তারা এই অভিমত প্রকাশ করেন। এদিকে বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তিতে ঢাকা সফরে এসেছেন ঢাকায় নিযুক্ত চীনের চার রাষ্ট্রদূত। ১৯৯৭ হতে ২০০৯ সাল পর্যন্ত তারা ঢাকায় দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীনের চার সাবেক রাষ্ট্রদূত বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। চীনা সাবেক রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ওয়াং চুংগাই, হু কিয়ানওয়েন, চাই জি ও ঝেং কিংডিয়ান। এছাড়াও চাইনিজ পিপলস্্ ইনস্টিটিউট অব ফরেন এ্যাফেয়ার্সের সিনিয়র রিসার্চ ফেলো ডু মিও উপস্থিত ছিলেন। বৈঠককালে চীনের সাবেক রাষ্ট্রদূতরা বলেন, তারা যে সময় বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন সে সময়ের সঙ্গে আজকের বাংলাদেশের আর্থ-সামাজিক চিত্রের তফাত চোখে পড়ার মতো। উন্নত অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ হার, মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য- এসবই বলে দিচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে রাষ্ট্রদূত ওয়াং চুংগাই বলেন, অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুত উন্নয়নের প্রধানতম দুটি শর্ত। চীন সরকার বাংলাদেশের উন্নয়নে সহযোগিতায় বরাবরই আগ্রহী। রাষ্ট্রদূত চাই জি তরুণ নেতা হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ভূয়সী প্রশংসা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাবেক চীনা রাষ্ট্রদূতদের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের কৃষি, শিল্প, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, শিক্ষা, ও স্বাস্থ্য ক্ষেত্রের অগ্রগতি এবং তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন চিত্র তুলে ধরেন। শাহরিয়ার আলম বলেন, বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি তরুণ প্রজন্মসহ দেশবাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে। আর এ জনসমর্থন নিয়েই বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে একটি উন্নত আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী জানান, এদেশের মানুষ ১৯৭০, ’৮০ অথবা ’৯০-এর দশকে যেসব কাজ অসম্ভব বলে ভাবত তা বর্তমানে আর ভাবে না। এখনকার তরুণ প্রজন্মের ভাবনা, ‘বাংলাদেশ ভাল কিছু করতে পারে এবং ভবিষ্যতেও পারবে’। তরুণদের মাঝে সম্ভাবনার দৃঢ় বিশ্বাস ও স্বপ্নের এ বীজ বুনেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং বর্তমান সরকারের অর্জনসমূহ।
×