ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দোষ কি শুধু ডাক্তারদের!

প্রকাশিত: ০৪:২০, ২৮ জানুয়ারি ২০১৬

দোষ কি শুধু ডাক্তারদের!

শেখ রোকসানা ইস্কান্দার (লাকী) স্বীকার করছি সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে জনগণের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার। কিন্তু তা সত্বেও সমস্যার কোন লক্ষণযোগ্য সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না তা বিশ্লেষণ করতে হবে। সবাই শুধু ডাক্তারদের দোষই দেখেন। তারাও যে অনেক জটিল সমস্যায় জর্জরিত, সে বিষয়টি কয়জন ভেবে দেখেছেন? আমার বিবেচনায় চিকিৎসকরা সঠিক সেবা দানে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন তার পেছনের কারণ হলো- পরিবহন সংকট, আবাসিক সমস্যা, নিরাপত্তা এবং রোগীদের আশাতীত প্রত্যাশা, ক্ষেত্রবিশেষে রোগীর স্বজনদের দুর্ব্যবহার। ডাক্তারদের জন্য আলাদা কোন পরিবহনের ব্যবস্থা নাই, তাদের জন্য বেশীর ভাগ হাসপাতালে আবাসন নেই; আর নেই কোন নিরাপত্তার সুব্যবস্থা। পানের থেকে চুণ খসে পড়লেই তারা যখন তখন রোগীর আত্মীয়স্বজন দ্বারা লাঞ্ছিত হন। একজন সহকারি সিভিল সার্জন আর এ, এস, পি/ টি, এন, ও/ ই, এন, ও যদি সমমর্যাদার হন তাহলে পদাধিকারবলে তারা যদি গাড়ি, বাড়ি, নিরাপত্তা পান, সেখানে সরকারি চিকিৎসকদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ কেন? সম্মানিত চিকিৎসকদের কেন দিনের পর দিন বাদুরঝোলা হয়ে কর্মস্থলে যেতে হয়? জেলা-উপজেলার হাসপাতালে সুষ্ঠু ও পরিপূর্ণ চিকিৎসার পর্যাপ্ত সুযোগ-সুবিধা অনুপস্থিত। সেজন্যে রোগীকে পাঠাতে হয় রাজধানীতে। যেখানে ইনভেস্টিগেশনের ব্যবস্থা নেই, গুরুতর রোগীর জন্য নিবিড় পরিচর্যাকেন্দ্র নেই, খালি হাত পা নিয়ে একজন ডাক্তার সেই সমস্ত জায়গায় গিয়ে কিভাবে সঠিক চিকিৎসা সেবা দেবেন? তাই শুধু চিকিৎসকদের উপর দোষ না চাপিয়ে আগে গোড়ার গলদগুলো চিহ্নিত করতে হবে। সমাধান খুঁজে বের করতে হবে। তারপর দেখুন ও যাচাই করুন চিকিৎসকেরা ঠিকমত চিকিৎসা সেবা দান করছেন কিনা। বারিধারা, ঢাকা থেকে
×