ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মহান পেশার মানুষ

প্রকাশিত: ০৪:১৮, ২৮ জানুয়ারি ২০১৬

মহান পেশার মানুষ

মোঃ রেদোয়ান হোসেন বিশেষজ্ঞ চিকিৎসক সঙ্কটে জর্জরিত দেশের সরকারী হাসপাতালগুলো। ঢাকায় এবং এর আশপাশের জেলায় এ সমস্যা এতটা প্রকট না হলেও উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অনেক জেলায় বহু বিশেষজ্ঞ ডাক্তারের পদ শূন্য। এই শূন্যতার বিরূপ প্রভাব পড়ছে গ্রামীণ স্বাস্থ্যসেবায়। ডাক্তার সঙ্কটের কারণে হাসপাতালগুলোয় রোগী দেখেন কমিউনিটি মেডিক্যাল অফিসাররা। অনেকে বাধ্য হয়ে নিম্নমানের বেসরকারী ক্লিনিক থেকে সেবা গ্রহণ করছে। এতে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। চিকিৎসক না থাকায় গাইনি, সার্জারি, ডেন্টালের মতো বিভাগগুলো মেডিসিন বিভাগ থেকে সেবা গ্রহণে বাধ্য হচ্ছে। বহু স্থানে অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগ কিংবা এক্সরে বিভাগে জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাবে বন্ধ রয়েছে। কোন কোন হাসপাতালে নেই জেনারেটর ব্যবস্থাও। টেকনোলজিস্ট না থাকায় বন্ধ রয়েছে প্যাথলজি ও এক্সরে মেশিন। সার্জনের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন থিয়েটারও। কোনটিতে এ্যাম্বুলেন্স আছে তো চালক নেই, চালক আছে তো এ্যাম্বুলেন্স নেই। উর্ধতন কর্তৃপক্ষ এখানে ডাক্তার নিয়োগ না করায় এই সঙ্কটের সৃষ্টি হয়েছে। অনেক ডাক্তার উচ্চতর ডিগ্রীর জন্য দেশের বাইরে অবস্থান করায় সমস্যা আরও তীব্র আকার ধারণ করে। সরকারকে স্বাস্থ্যসেবার প্রতি বিশেষ নজর দিতে হবে। ডাক্তারদের মহান পেশা সেবা ও দায়িত্বের প্রতি সজাগ থাকতে হবে। তাদের পাঠানো চিকিৎসালয়ে নির্দিষ্ট সময় থাকার নির্দেশ দিতে হবে। পাশাপাশি ডাক্তারদের জীবনের সুবিধা বাড়াতে হবে। সঙ্কট কমাতে বিকল্প উপায় হিসেবে আধুনিক ও প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে, যেমন- অনলাইন চিকিৎসা সেবার কথা ভাবা যেতে পারে। ইন্টারনেট সংযোগ থাকলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে অল্পকিছু ডাক্তারের সহযোগিতায় বিশেষজ্ঞদের মাধ্যমে ব্যবস্থাপত্র দেয়া এবং সেবার মান বাড়ানো যায়। কালিহাতী, টাংগাইল থেকে
×