ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপত্তার অভাবে বাড়ি ছাড়া নিহত ছাত্রীর পরিবার

প্রকাশিত: ০৩:৪১, ২৮ জানুয়ারি ২০১৬

নিরাপত্তার অভাবে বাড়ি ছাড়া নিহত ছাত্রীর পরিবার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পরিবারের দাবি পরিকল্পিতভাবে কলেজপড়ুয়া মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের আলামতও আত্মহত্যার পক্ষে নয়। অথচ ঘটনার নয় দিন অতিবাহিত হলেও শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুমিত্রা মৃধার হত্যা রহস্য উদ্ঘাটন হয়নি। শ্যামনগর থানা পুলিশ হত্যা স্বীকার করতে নারাজ। এদিকে পরিবারের নিরাপত্তার কথা ভেবে গ্রামের বাড়ি ছেড়ে উপজেলা সদরে আশ্রয় নিয়েছেন নিহত সুমিত্রা মৃধার বাবা-মাসহ অন্য সদস্যরা । নিহতের বাবা বিসিক কর্মকর্তা অরবিন্দ মৃধার অভিযোগ,জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি তার প্রতিপক্ষরা যেভাবে হুমকি দিয়েছিল তার সন্দেহ, তারাই তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পুলিশ তড়িঘড়ি করে অপমৃত্যু মামলা নিয়ে হত্যাকারীদের উৎসাহিত করেছে এমন অভিযোগ করে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা যাবে নাÑ পুলিশ এমন কথা জানিয়ে দেয়ায় তারা আরও বিপাকে পড়েছেন। চট্টগ্রামে শিবির কর্মী গ্রেফতার ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রধানমন্ত্রীসহ দুই মন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে আপলোডসহ কুরুচিপূর্ণ মন্তব্য করায় এনামুল হক মঞ্জু (২৮) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, এনামুল তার ফেসবুক টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য ড. হাছান মাহমুদ এবং পুলিশ মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল ইসলামের বিকৃত ও ব্যঙ্গ ছবি আপলোড দিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য লেখে। বিতর্ক প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শহরের পিপিআই (প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ) রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ। বুধবার দুপুরে ফাইনালে তারা টঙ্গীবাড়ির সেরাজাবাদ রানা সফিউল্লাহ কলেজকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। মুন্সীগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণের এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের দলনেতা আফিয়া আনজুম ক্যাথি। পরিবেশবান্ধব চুলা বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ জানুয়ারি ॥ বুধবার বেলা ১১টায় নওগাঁর ধামইরহাটে বিশ্বব্যাংকের সহায়তায় পরিবেশবান্ধব চুলা বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মা ফার্নিচারের স্বত্বাধিকারী মফিজ উদ্দিনের সহযোগিতায় আয়োজিত গাংরা আলিম মাদ্রাসায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস চৌধুরী। সবশেষে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বিশ্বব্যাংকের (আরডিএফ) আর্থিক সহযোগিতায় ২ শতাধিক পরিবারের মধ্যে পরিবেশবান্ধব চুলা বিতরণ করা হয়।
×