ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উখিয়ায় বনভূমি দখল করে দালান নির্মাণ

প্রকাশিত: ০৩:৩৪, ২৮ জানুয়ারি ২০১৬

উখিয়ায় বনভূমি দখল করে দালান নির্মাণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার মনখালী চাকমাপাড়া গ্রামে সরকারী বনভূমি দখল ও পাহাড় কেটে বহুতল দালান নির্মাণ করছে মোহাম্মদ আলী নামে এক সৌদি প্রবাসী। রোহিঙ্গা শ্রমিক দিয়ে মাসাধিককাল ধরে পাহাড় কাটা এবং ওই দালান নির্মাণকাজ চললেও বনকর্মীদের কেউই ভুলক্রমে পরিদর্শনে আসেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রবাসী ব্যক্তি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ বন বিভাগের কর্মচারীদের ম্যানেজ করে দালান নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বন বিভাগের বিপুল পরিমাণ জমি বে-দখলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায়, সৌদি প্রবাসী মোহাম্মদ আলী গত কয়েক বছর ধরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের আওতাধীন মনখালী চাকমাপাড়া এলাকার বিপুল পরিমাণ সরকারী বন ভূমি জবর-দখল ও পাহাড় কেটে সমতল করে সুপারীসহ দেশীয় বিভিন্ন গাছপালা রোপণ করে খতিয়ানভুক্ত জমি হিসেবে চালিয়ে দেয়ার পাঁয়তারা চালায়। বনকর্মীরা জানতে পেরে গত বছর দখলমুক্ত করার চেষ্টা চালায়। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী লোক ও হোয়াইক্যং রেঞ্জের হেডম্যান নামধারী চাঁদাবাজ ব্যক্তিরা ওই বনভূমি দখলে সহায়তা করায় ওসময় তা দখলমুক্ত করা যায়নি। সৌদি প্রবাসী মোহাম্মদ আলী পুরনো বাড়ি সংস্কারের কথা স্বীকার করে বলেন, বনভূমি হলে ফরেস্টাররা এসে বাধা দেবে। ইইউতে এশিয়ান সম্প্রদায় : অর্থনীতি ও সংস্কৃতি কোর্সের উদ্বোধন ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) উদ্যোগে এবং ওয়ান এশিয়া ফাউন্ডেশন, জাপানের অর্থায়নে সোমবার উদ্বোধন হলো ‘এশিয়ান সম্প্রদায় : অর্থনীতি ও সংস্কৃতি’ শীর্ষক কোর্সের। এ উপলক্ষে ইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সঙ্গে জাপানের কায়েতসু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাফুমী সাতোর বৈঠক হয়। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইউ’র উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, কোর্সের অতিথি শিক্ষক অধ্যাপক ড. এ কে এম মোয়াজ্জেম হোসাইন, রেজিস্ট্রার, উপদেষ্টা, চেয়ারপার্সন, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ। -বিজ্ঞপ্তি। আর্টিস্ট ক্যাম্প স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চারুকলা ও কারুকলা শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতাঙ্গন ক্যাম্পাসে ২ দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় আল মামুর সরকার, আব্দুল মান্নান সরকার, মনজুরুল আলম, রিয়াজউদ্দিন জামি প্রমুখ উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের ৯৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার ধলেশ্বরী তীরের পিপিআই রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ব্যতিক্রম এই সংবর্ধনা দেয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডিসি মোহাঃ হারুন অর রশীদ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রতিনিধি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
×