ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিনের ভয়ে

প্রকাশিত: ০৩:৩১, ২৮ জানুয়ারি ২০১৬

জিনের ভয়ে

মিসরের উত্তরাঞ্চলের মিনা সাফোর গ্রামে রহস্যজনকভাবে কয়েকটি বাড়িতে আগুন লাগার পর এলাকাবাসীর মধ্যে ‘জিন’ আতঙ্ক দেখা দিয়েছে। তাদের বিশ্বাস জিনই বাড়িগুলোতে আগুন দিয়েছে। কেউ হয়ত জিনকে আঘাত করেছে এবং প্রতিশোধ নিতে জিন এ কাণ্ড করছে। বেশিরভাগ পরিবার বাড়িঘর ছেড়ে রাস্তায় রয়েছে। তবে ধর্মীয় নেতারা বলেছেন, এটি কুসংস্কার ছাড়া আর কিছু নয়। -বিবিসি কানে পিঁপড়ার বাসা! গুজরাটের ১২ বছরের এক কিশোরী শ্রেয়া দর্জি কানে যন্ত্রণা অনুভব করায় তার বাবা চিকিৎসকের কাছে নিয়ে গেলে কান থেকে ১০-১২টি পিঁপড়া বের করেন। আহমেদাবাদের ইএনটি বিশেষজ্ঞ জহর তালসানিয়া বলেন, ল্যাপরোস্কপিক করার সময় ধরা পড়ে শ্রেয়ার কানের ভেতরে বাসা বেঁধেছে পিঁপড়া। কিন্তু কানের ভেতরে পিঁপড়া কামড় দেয়া সত্ত্বেও সে কোন ব্যথা অনুভব করেনি। এমনকি তার শরীরের ভেতরেও কোন ক্ষতি হয়নি। রবিবারও তিনি ওই কিশোরীর কান থেকে ১০-১৫টি পিঁপড়া বের করেছেন। -টাইমস অব ইন্ডিয়া
×