ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বান কি মুন সন্ত্রাস উস্কে দিচ্ছেন ॥ নেতানিয়াহু

প্রকাশিত: ০৩:৩০, ২৮ জানুয়ারি ২০১৬

বান কি মুন সন্ত্রাস উস্কে দিচ্ছেন ॥ নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে সন্ত্রাসকে উসকে দিচ্ছেন। এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক ভাষণে মহাসচিব বলেছেন, ইসরাইলী দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো নির্যাতিত মানুষের এক চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি বলেছেন, ফিলিস্তিন আধা শতাব্দী ধরে অধিকৃত থাকায় এবং শান্তি প্রক্রিয়া অচল হয়ে পড়ায় হতাশ হয়ে পড়েছে ফিলিস্তিনীরা। এ উক্তির পর তার বিরুদ্ধে ঐ অভিযোগ আনেন নেতানিয়াহু। খবর গার্ডিয়ান ও বিবিসি অনলাইনের। জাতিসংঘ প্রধান ইসরাইলের সমালোচনা করে বলেছেন, দেশটি অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলী বসতি নির্মাণ অব্যাহত রেখেছে। তিনি বসতি নির্মাণকে ফিলিস্তিনী জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এক উদ্দেশ্যপ্রণোদিত অবমাননা বলে অভিহিত করেন। গাড়ির ভেতর দমবন্ধ হয়ে মৃত্যু মা ও সন্তানের যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে তুষার ঝড়ের সময় গাড়ির ভেতর দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বছরের এক শিশু ও তার মায়ের। গত কয়েক দিন ধরে প্রচ- তুষার ঝড়ে বিধ্বস্ত উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশ। খবর ওয়েবসাইটের। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নিজেদের গাড়িতে করে বেরিয়েছিলেন ফেলিক্স বনিলা। তুষার ঝড়ের কারণে রাস্তায় আটকে পড়েন। তাই গাড়ি থেকে নেমে তিনি রাস্তা পরিষ্কার করার কাজে লেগে পড়েন এবং বাইরের কনকনে ঠা-ার হাত থেকে পরিবারকে বাঁচাতে গাড়ির ইঞ্জিন চালু রাখেন। কিন্তু বরফ যে গাড়ির এক্সহস্ট পাইপে ঢুকে রয়েছে সেটা খেয়াল করেননি তিনি। ফলে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়ে গাড়ির ভেতর ভরে যায়। আর ওই গ্যাসেই দমবন্ধ হয়ে মারা যান তার স্ত্রী ও সন্তান। বরফ পরিষ্কার করে তাদের ডাকাডাকি করে সাড়া না পেয়ে জরুরী সহায়তা ব্যবস্থায় ফোন করেন। এক সন্তানকে বাঁচাতে পারলেও স্ত্রী ও তার অপর সন্তানকে হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
×