ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাত খুনের ২ মামলায় নূর হোসেন আদালতে

প্রকাশিত: ১৯:৩৮, ২৭ জানুয়ারি ২০১৬

সাত খুনের ২ মামলায় নূর হোসেন আদালতে

অনলাইন ডেস্ক॥ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুটি মামলার চার্জ গঠনের ধার্য তারিখ থাকায় মামলার অন্যতম প্রধান আসামি নূর হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজিরা করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমানের সত্যতা স্বীকার করে বলেন, ‘সাত খুনের দুটি মামলার শুনানি জেলা ও দায়রা জজ আদালতে চলছে। সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় পাল পৃথকভাবে ওই দুটি মামলা দায়ের করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকার কাশিমপুর কারগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। এ সময় র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকেও আদালতে হাজির করা হয়েছে। এর রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে সাত খুনের দুইটি মামলায় চার্জ গঠনের শুনানি চলছে।
×